আসসালামু আলাইকুম,
কেন জানি ট্রিকবিডি এর সবাইকে খুব ভালো লাগে, অনেকে ভালো পোস্ট করে, অনেকে তথ্য ভিত্তিক কমেন্ট করে, খুব ভালো লাগে, আজ আমি সংক্ষেপে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি। খুব কস্ট পেয়ে মনের দুখে, কারণ কস্ট শেয়ার করা যায় তাদের কাছেই, যারা বন্ধু, আমি ট্রিকবিডির সবাইকে বন্ধু মনে করি। আর আমার এই ঘটনা শেয়ার করার একটা বিশেষ উদ্দেশ্য আছে, যা আমি শেষে বলবো ।
আমার আগেও একজন বা অনেকে এটা নিয়ে লিখেছেন কিন্তু আমার আজকের অভিজ্ঞতা সেই সাথে আরেক ভাই ইভো এর লেখা যোগ করছি, সাবধান : ফেসবুক লিংকে ক্লিক করার আগে ভাবুন টা খুব ভালো ও উপকারী পোস্ট, যা আমার ঘটনার সাথে মিল আছে।
আজ যা ঘটেছে তা হলো আজকের তার পোস্ট ফেসবুক নিয়ে হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট , দেখুন, খেয়াল করুন হ্যাকার রা কিভাবে লিংক দেয়, আমাকে আজ ঠিক এরকম লিংক দিয়েছিলো ঃ https://trickbd.com/i/337456415 আসলে ট্রিকবিডি তে এরকম কোন লিংক নাই।
আমি হুবহু লিংক দিলাম না কারণ তাতে পাঠকদের কেউ ক্ষতি হতে পারে, যাহোক আমি লিংক এ ক্লিক করে দেখি ইরর দেখায়, শেষের নাম্বার টা এনে ট্রিকবিডি এর একটি টপিকে ঢুকে লিংক এডিট করে নাম্বার টা বসিয়েও কোন টপিক পেলাম না, নাহ একটু পর পিসি ২ বার রিস্টার্ট নিলো , আমি জানিনা তা কি ছিলো , জেনে শুনেও ভুল করলাম , লিংক টা দিয়েছিলো “সাজেদুল শাওন “নামের এক ছেলে। প্রফাইলে গিয়ে দেখি সে ওয়ার্ডপ্রেস এর ডাক্তার!!
আরেকটি লিংক কয়েকজন দিয়েছিলো একটি fb প্রফাইল লিংক, লিংক দেখা যাচ্ছে একরকম কিন্তু তার উপর মাউস রাখলে পিসির পেজের নিচে অনেক লম্বা একটা অন্য সাইটের রিডিরেক্ট লিংক দেখা যাচ্ছিলো, এসব লিংকে ক্লিক করা খুবই বিপদজনক।
পরিশেষে , যেজন্য আজকের এই ঘটনা লেখা, আসলে এইসব লিংক কিন্তু রোবটে দেয়না, মানুষেই দেয়, আপনার পরিচিত, আপনার কাছের কেউ দেয়, বা অপরিচিত কেউ, সে মানুষ। তা আবার আমেরিকা, লন্ডনের কেউ না, বাংলাদেশের বাঙ্গালী রাই দেয়, আপনার ক্ষতি করে তারা মজা পায়, ইংল্যান্ড আমেরিকার মানূষদের আসলে এসব ফালতু নোংরা কাজের সময় নেই তাই তারা করেনা, এক দেশে থেকে একই ভাত খেয়ে কিছু মানূষ পরোপকারী, আর কিছু মানুষ এত ক্ষতিকর পোকা হয় কি করে??? তা আমার মাথায় আসেনা। এরা সমাজের কিট। এরা নাম মাত্র মুসলিম, আসলে এরা নন-মুসলিম। এক মুসলিম (কাফের না হইলে) অন্য মুসলিম ভাইয়ের ক্ষতি করতে পারেনা। এদের সাবধান থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।
[[ আমার ক্ষুদ্র ব্লগ সাইট : এড গুলা নিজের তৈরি ]]
কোন ভায়া সাইট হয়ে এড না 🙂
37 thoughts on "[হ্যাক থেকে বাচুন] ফেসবুকে পাওয়া ট্রিকবিডি বা কোন সাইট এর কোন লিংকে ক্লিক করবেন না !!"