আসসালামু আলাইকুম।  আশা করি সকলেই ভাল আছেন।

এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি ) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো . সালেহ উদ্দিন জানান,

www.nidw.gov.bd

ওয়েবসাইটে গিয়ে

NID Online Services


লিংকের

অন্যান্য তথ্য

ট্যাবে জাতীয় পরিচয়পত্র বিতরণ লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে।

স্মার্টকার্ড কখন ও কোথা থেকে বিতরণ করা হবে যেকোনো মোবাইল থেকে ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে নাগরিকরা সহজেই জানতে পারবেন। এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। এসএমএসের মাধ্যমে জানতে SC লিখে স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্ম সাল যোগ করতে হবে বলে জানান তিনি। তিনি আরো জানান, যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এখনো এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে yyy- mm- dd ফরমেটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এছাড়া ১০৫ নম্বরে ফোন করেও নাগরিকরা স্মার্টকার্ড সম্পর্কে যেকোনো তথ্য জানার থাকলে জানতে পারবেন বলেও জানান তিনি।

ফেছবুকে আমি


ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন nazimb2.ml

4 thoughts on "যেকোনো মোবাইল থেকে এসএমএসে জেনে নিন স্মার্টকার্ড কখন ও কোথা থেকে বিতরণ করা হবে"

  1. xman Contributor says:
    আমাদের ওয়েব থেকে একবার ঘুরে আসার জন্য অনুরোধ।
  2. xman Contributor says:
    asunjani
  3. xman Contributor says:
    ডট কম
  4. abuzafor669 Contributor says:
    Sms send hoy na to….

Leave a Reply