আসসালামু আলাইকুম, একটা ঘটনা দিয়ে শুরু করি, গত ৬ মাসে আমি কখনোওই ১ জিবি ৩০ টাকার উপরে কিনি নাই, দোকানের বিভিন্ন সিমের ভেতর কিনে রাখা ২-৩ টা সিমে বিভিন্ন উপায়ে ও অফারে চালিয়ে আসছি। কারণ আমার খরা যাচ্ছে, 🙁 হটাত একজনের টিউন দেখলাম ………
“রবির ১ সিম কিনলে এক সিম ফ্রি, দাম ১০০ টাকা, ইন্টারনেট ১৬+১৬ জিবি, প্রতি ১ জিবির মেয়াদ ১০ দিন করে, প্রতি জিবির দাম ৯ টাকা”
সব ঠিক ঠাক ছিলো, আমার কম দামে অফারের নেট ফুরাতে ফুরাতে ফুরিয়েই গেলো , এর মধ্যে নানান সিমের নানান ফাকিবাজি দেখে আসছিলাম, কিন্তু রবির এই এই অফার দেখে সিম কিনে নিলাম ১০০+২০ কস্টের সম্বল ১২০ টাকা দিয়ে, ইন্টারনেট এ চাকুরীর পড়া সহ কিছু কাজ আছে। কিন্তু রবি যে চিটারী করলো সেই চিটারী অন্য কোন কোম্পানী যারা এরকম কিনে নেট চালাতে দিয়েছে তারা আজও করতে পারেনি, হয়তো যারা সম্পুর্ণ ফ্রি দিয়েছিলো তারা করেছিলো। ……… ……..
.যাহোক রবির চিটারী হলো ,
উপরের অফার ঠিক আছে কিন্তু , আপনি সাধারণ স্পিডে নেট চালাতে পারবেন ২৫০ মেগাবাইট প্রতিদিন, তারপর নেটের চাকা ফুটো হয়ে যাবে। অনেক্ষন ধরে লোড নেওয়াতে ভাব লেম কি টাকা সব গেল?,…। নাহ চেক করে দেখলাম কাম সারা………।। গতি হবে ১২৮kb/s.,. দেখুন আবার HSPA+ !!!!!!!!!!
. ফোন হইলে উঠবে ১ kb/s, পিসি এ উঠবে ১০kb/s, সারাদিন ২২৮ কেবি/এস করলেও কথা ছিলো, ১০ দিনে ২ সিমে জীবনেও স্বাভাবীক ভাবে কেউ ১ জিবিও ফুরাতে পারবেন না।
দয়া করে কেউ এই স্পীড কিভবে বাড়িয়ে চালানো যায় সেই ট্রিক্স দিন ভাই …. নেট তো চলেনা, কোন ফকিন্নি সিম কিনলাম শেষ হয়ে গেলাম !!!!!!!!! 🙁 🙁 🙁…..
এটা ঠিক যে টিউন টা করেছে সে কারো ক্ষতি করতে টিউন করেনি, কিন্তু এখন ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যাদের দোষ (রবি সিম এর কোম্পানী) তাদের কাছ থেকে মাশুল আদায় করতে হবে। ঠিক ? রবির চিহ্ন লাল, জীবনে লাল বাতি জালিয়ে দিলো ………।
তবে একটা সুবিধা আছে, ৩০ দিন কম রেট , রবি তে ৩০ পয়সা অন্য তে ৬০ পয়সা, ৩০ দিন পর কোন দিক দিয়ে ফুরাবে টের পাবেন ন………।। , #my blog site with update
এদের মতো বাটপার আর একটাও নাই,
জিপি হারামি হইলেও,
এই রকম বাটপারি করে না,
তাই এখন থেকে, রবি সিম ইউজ করা কমায়ে দিন।