আসসালামু আলাইকুম, বন্ধুরা ও বোনেরা সবাইকে ট্রিকবিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আমার আজকের পোস্ট  অনলাইনে আয় সেরা সাইট ফাইভার নিয়ে ২ টি বিষয় নিয়ে ঃ

  • ফাইভারে কিছু সাবধানতা যা না জানলে একাউন্ট হারাতে পারেন (বাতিল হবে)
  • সাথে থাকছে যে ৩ দেশের ক্রেতা দের এড়িয়ে চলবেন।  


  •  ফাইভারে কিছু সাবধানতাঃ
  1. কারো কাছে কখনোই ফোন নাম্বার চাইবেন না, ইমেইল চাইবেন না, ফাইভার বাদে আর বাইরে কোথাও যোগাযোগ করা যায় এমন উপায় সে চাইলেও সেন্ড করবেন না।
  2. কারো কাছে কখনোই ফোন নাম্বার দিবেন না না, ইমেইল দিবেন না, ফাইভার বাদে আর কোথাও যোগাযোগ করা যায় এমন উপায় খোজ করবেন না।   আর “@” এটা দিলেই আপনাকে লাল সংকেত দেখাবে , সেন্দ করলেই একাউন্ট হারাবেন, এটা তারা খুব কড়া করে প্রচলন করেছে।
  3. সারাদিন অনলাইনে থাকতে হবেনা, শুধু ১০ মিনিট পর পর ইমেইল চেক করবেন বা ১ ঘন্টা পর পর, মেইল পেলেই ফাইভারে লগিন করবেন, তারপর ইনবক্স থেকে রিপ্লে দিবেন, কিন্তু ইমেইল পড়ে ইমেইল এর রিপ্লে থেকে রিপ্লে দিবেন না।
  4. আপনি যে কাজই করবেন তার দাম তার কাছে সরাসরি চাইবেন না। যেমন এটা বলবেন না ইনবক্সে ” আমি এই কাজের জন্য ১০ ডলার বা ৫ ডলার চাই”। ইনবক্সে অফার দেওয়া সিস্টেম আছে, নিচের স্ক্রিনশট দেখুন, অফারে আপনি দাম লিখে দিবেন , সে রাজি হইলে এক্সেপ্ট করে নিবে,  না হইলে সে বলবে আরো দাম কমান। তখন আবার নতুন দামে অফার দিবেন।

# যে মেসেজ পেয়েছেন তার নিচে লেখা আছে লাল মার্ক দেখুন :

 

 

 

# তারপর নিচের মত করে সেন্ড করুন।



  •  যে ৩ দেশের ক্রেতা দের এড়িয়ে চলবেন।  কেননা এদের কাজ করে দিলেও এরা কাজ হয়নি বলে অর্ডার বাতিল করায় ও টাকা তার কাছে ফেরত যায়, কিন্তু কাজ তো সে ঠিক ই পেয়ে গেলো । এবং ইউজ করতে থাকলো।   আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ও অনেক এক্সপার্ট দের থেকে জানা। যারা অনলাইনে কাজ করে আস্ক করে জানতে পারেন।
  • দেশ ৩ টি হলো ঃ
  1. ভারত বা ইন্ডীয়া।
  2. পাকিস্তান।
  3. ফিলিপাইন।

পারলে   দক্ষিন এশীয় দের এড়িয়ে চলবেন।       মেসেজ পেলেই আগে যাবেন প্রফাইলে, কোন দেশ দেখে তারপর কাজের কথায় আসবেন। কাজ করলে করতে পারেন এদের সাথে কিন্তু  সে কাজ ফেরত নিলে আপনার খারাপ লাগবে।         ফাইভার ওডেস্ক অনেকের প্রফাইলে ই তো লেখা থাকে যে, “আমি কোন ইন্ডীয়ান এর সাথে যোগাযোগ করবো না।”            ……………



আমার ছোট্ট  টিউটোরিয়াল চ্যানেলে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন

সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার কিছু উপকার হবে



 

 

19 thoughts on "[Online Earning] ফাইভারে কিছু সাবধানতা যা না জানলে একাউন্ট হারাতে পারেন (বাতিল হবে) সাথে থাকছে যে ৩ দেশের ক্রেতা দের এড়িয়ে চলবেন"

  1. Md Khalid Author Post Creator says:
    afne etodin koi chilen? amar ager post gulo dekhun, Fiverr holo Online a Income korar big ekta s!te , dokkhota jar joto beshoi se toto beshi earn korte pare. keu mash a 5 lakh o ay kore
  2. sparkingRobin Contributor says:
    Vai,,,Fiverr e account onkk agei create krsi…but ki kkajer GIG create krte pari?????
    koyekta basic kajer idea den please! Apnar reference ei asii fiverr e!???
    1. Md Khalid Author Post Creator says:
      noooooooooooooooo, apni dekhen onner kaj gulo, fiverr a 1st pageadekhen, bujhte parben hajar hajar kajer idea
  3. Misuk BD Author says:
    খালিদ ভাই আপনার ফিবারের পোষ্ট গুলো দেখে কাজ করার ইচ্ছা হয় কিন্তু বুঝিনা কি দিয়ে কি করবো৷ এর আগে আপনার টিউটোরিয়াল নামাইছিলাম কিন্তু পারি নি৷কেননা ওখানে বাংলা কথা বলা নেই৷তাই প্লিজ বাংলা বলে একটি কাজ সহ আপডেট দিন প্লিজ৷যেমন কিভাবে মোবাইল দিয়ে কাজ করেন৷৷৷
    1. Md Khalid Author Post Creator says:
      bolina
    2. Misuk BD Author says:
      ফেসবুকে Help পেতে পারি?
    3. Md Khalid Author Post Creator says:
      apni oneek expart, ami apnake kivabe help korbo 🙁 -cry-
    4. Misuk BD Author says:
      হাসাইলেন ভাই৷আমি কোন বিষয়ে এক্সপার্ট বলছি?হেল্প না করলেন ভাই কিন্তু প্লিজ রাগ করবেন না৷আপনার সাথে আমি কোন দ্বন্দ করিনি শুধুমাএ একটু ক্লিয়ার ভাবে নতুন কিভাবে সাব মেক করবেন তা বলতে চেয়েছিলাম৷ভাই ভুল করলে মাফ করে দেন প্লিজ রাগ করবেন না৷আর হেল্প করার তাহলে দরকার নেই৷
    5. Md Khalid Author Post Creator says:
      apnar profile a giye dekhechi onek kichu lekha , ja onekeeeeeeee jiboneo parbo kina janina
    6. Misuk BD Author says:
      আমি ভুল করে থাকলে তো ক্ষমা চাচ্ছি৷তার পরও কেন রাগ করে আছেন? আমরা কি বন্ধু হতে পারি না৷আচ্ছা আপনি রাগ করলেন আমি রাগ করলাম লাভটা হলো কি?আমি শুধুমাএ চাই ভার্চুয়াল লাইফে কেউ আমার থেকে কষ্ট না পাক৷আপনি কি ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলছিলাম বলে রাগ করে আছেন?
  4. Misuk BD Author says:
    আপনি দেখুন আমি ওখানে আপনাকে হেয় করে কিছু বলিনি৷আমি আপনার কাছে হেল্প আর কোনদিন চাব না৷ শুধুমাএ আমার উপর রাগ করবেন না এটাই চাই৷কারন আমি এটা পছন্দ করি না৷
    1. Md Khalid Author Post Creator says:
      amake heyo korle ami kichu monekorina alltime, , apni sei postrer ke heyo korechen ja thik na, sobar medha ek hoyna
  5. RAYHANMIA120 Contributor says:
    vodi একটি ফ্রি রিচার্জ এপ্স অবিশ্বাস অফার এখন vodi এপ্স ইন্সটল করে রেফার কোড RAYHAN120
    ব্যবহার করলে আপনি পাবেন ১০০০ পয়েন্ট পাবেন।
    সো তাই আর কেন বস
    এখনি vodi প্লেস্টোর এ search দিয়ে ইন্সটল করে কাজ শুরু করে দেন।
    1. Md Khalid Author Post Creator says:
      ai Apps tar bangla uccharon ki janen?
    1. Md Khalid Author Post Creator says:
      ekta gali e hoy
  6. Araf Author says:
    ভাই,
    “Expiration Time” দ্বারা কি বোঝানো হয়েছে?
    1. Md Khalid Author Post Creator says:
      যে দিন (যদি দেন, না দিলে সমস্যা নাযাদিলে সেই দিনের ভেতর ক্রেতা এক্সেপ্ট না করলে অফার কেটে যাবে। আর না দিলে যতদিন না এক্সেপ্ট করে ততদিন অফার ঝুলে থাকবে ফেবু ফ্রেন্ড রিকু এর মতই। 😀

Leave a Reply