Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » অনলাইনে লঞ্চ শিডিউল ও কেবিন বুক হবে ১মিনিটে (শুধুমাত্র দক্ষিন অঞ্চলের জন্য)

অনলাইনে লঞ্চ শিডিউল ও কেবিন বুক হবে ১মিনিটে (শুধুমাত্র দক্ষিন অঞ্চলের জন্য)

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।TrickBd এর নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এখন থেকে লঞ্চ যাত্রায় কেবিন বুক ও সিডিউল করা হবে ১মিনিটে। অনলাইনে দেখা যাবে লঞ্চ শিডিউল আপডেট, রয়েছে কেবিন বুকিং হট নাম্বার, যা দিয়ে ১মিনিটেই কেবিন হবে বুক।

বিশেষ করে আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ রয়েছি, তাদের একমাত্র যাতায়াত ব্যবস্থা হল লঞ্চ। আর এই লঞ্চ সেক্টরে রয়েছে কেবিন বুক ও সিট নিয়ে নানা দুর্ভোগ। আর এই দুর্ভোগ নিরাশ করার জন্য Evastsys একটি অনলাইন প্রতিষ্ঠান নিয়ে আসলো Launch Timer App. এই অ্যাপটি কিছুদিন আগে প্লেস্টোরে লঞ্চ করা হয়েছে , যা আমি নিজেই ব্যবহার করে দেখলাম এর ফিচারগুলো দারুন। যা কিছুটা হলো আমরা যারা লঞ্চ ভ্রমণ করি তাদের জন্য উপকারে আসবে।

Launch Timer App এর কাজ কি?

১:দৈনিক বাংলাদেশের সকল রুট গুলোর – লঞ্চ শিডিউল ।
২:কেবিন বুক করার সুবিধা। হট নাম্বার।

৩:অটোমেটিক কেবিন বুক সিস্টেম ইন্টিগ্রেট করা হবে।

৪: টিকেট ডিসকাউন্ট ও বিভিন্ন সুযোগ-সুবিধা শীঘ্রই আপডেট করা হবে।

Launch Timer App কিভাবে পাবেন?

প্রথমে গুগল প্লে স্টোর এ যান, এবং এই লেখাটি কপি করুন — “Launch Timer” – এরপর সার্চ করুন, পেয়ে যাবেন এই অ্যাপটি।

অ্যাপটিডাউনলোড করুন, এবং নেক্সট এ ক্লিক করুন। দেন স্কিপ এ ক্লিক করুন। এবং হোম পেইজ পেয়ে যাবে।

এখানে সকল জেলা রুটসমূহ রয়েছে। আপনার রুট সিলেক্ট করুন এবং ক্লিক করুন।

এখানে আপনি দেখুন “ঢাকা থেকে আপনার ঘন্তব্য ” বা “ঘন্তব্য থেকে ঢাকা ” সিলেক্ট করুন। এবং তারিখ অনুযায়ী সিডিউল দেওয়া আছে। তারিখ প্রথমে — (মাস-দিন-বছর) । এবং কেবিন বুক এ ক্লিক করলে কেবিন বুকিং হট নাম্বার পেয়ে যাবেন।

ঐ নাম্বার এ ক্লিক করে, অ্যাপ এর নাম বললে কেবিন বুক ও ডিসকাউন্ট পেতে পারেন।
2 weeks ago (Oct 16, 2024)

About Author (217)

SKS
author

Trickbd Official Telegram

4 responses to “অনলাইনে লঞ্চ শিডিউল ও কেবিন বুক হবে ১মিনিটে (শুধুমাত্র দক্ষিন অঞ্চলের জন্য)”

  1. Rafin Contributor says:

    Brother, r u from Lalmohan?

  2. RajuChalna Contributor says:

    হ্যালো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো?

Leave a Reply

Switch To Desktop Version