আসসালামু আলাইকুম!
আজ আমি আমার ৬ষ্ঠ টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে একটা ডিভাইস সম্পর্কে আলোচনা করবো যেটা দিয়ে আপনি আপনার টিভির সাথে লাগিয়ে কম্পিউটার এর কাজ করতে পারবেন।
প্রথমেই আমি বলে নিচ্ছি, আমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে টিউনটি করিনি। এটা একটা শিক্ষামূলক টিউন।এই ডিভাইসটির নাম “SysNova ICT Computer”
বিস্তারিত জানতে এই ভিডিও টি ডাউনলোড করুনঃ
এখানে ক্লিক করুন
পকেটে বহনযোগ্য এই ছোট ডিভাইস টি দিয়ে আপনার বাসার টেলিভিশনের সাথে কানেক্ট করে হুবুহু কম্পিউটার এর মত ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসটি নবম-দশম, ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাবে বানানো।
এতে যা দেওয়া আছেঃ
❑ ১.২ গিগাহার্জ প্রসেসর
❑ ১ জিবি র্যাম
❑ ১৬ জিবি মেমরি (১২৮ জিবি পর্যন্ত)
❑ লিনাক্স
❑ গেইম, ইন্টারনেট
❑ নবম-দশম, ইন্টারমিডিয়েট দের আইসিটি বই
❑ মেমরি/পেনড্রাইভ ব্যবহার
❑ কিবোর্ড,মাউস ব্যবহার করার সুবিধা।
ডিভাইসটির আরো বিশেষ সুবিধাসমুহ:
❑ দামে খুব কম। মাত্র ৭৫০০ টাকা।
❑ সাইজে খুব ছোট, আইডি কার্ড সাইজের।
❑ এই কম্পিউটার দিয়ে টিভির সাথে সংযোগ দিয়ে কম্পিউটারের কাজ করা যায়।
❑ এই কম্পিউটারে SSC/HSC সিলেবাসের সাথে মিল রেখে প্রোগ্রাম সেট করা আছে।
❑ যেসব ছাত্রছাত্রীদের বেশী দাম দিয়ে কম্পিউটার কেনার টাকা নেই কিন্তু কম্পিউটার দরকার, তখন কমদামে আমাদের কম্পিউটার কিনে বাসার টিভির সাথে সংযোগ দিয়ে কাজ করতে পারবে।
❑ এই কম্পিউটার কিনলে সাথে একদম ফ্রি পাবেন চারটি বই, যা পড়লে আপনার আর কারো কাছ থেকে কম্পিউটার শিখতে হবে না। তাছাড়া বিভিন্ন প্রোগ্রাম শিখতে পারবেন।
বাংলাদেশের অনেকের কম্পিউটার কেনার সামর্থ্য নেই। এর ফলে অনেকেই আইসিটির প্রোগ্রামিং ও এইচটিএমএল প্র্যাকটিকেলি শিখতে পারেন না। তাই অনেকেই রেজাল্ট খারাপ করে।
আমি মনে করি এই ডিভাইসটি তাদের অনেক উপকার করবে।
আজ এ পর্যন্তই।
আশা করি অনেক ভালো লেগেছে।
টিউনটি ভালো লাগলে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন।
amar dharona
cholte pare
http://www.sysnova.com/Nearest%20Shop
তবে যে ধরনেরই হোক
টিভির সাথে কানেক্ট হয় এমনি হবে