বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
তো পোষ্টর কথায় চলে যাই।
★আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে
কেন?-
আপনি কী মরেছেন?
★গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে
কেন?-
তার কি পা নেই?’
★বর মুখে রুমাল দিবে কেন?
লজ্জা বেশি?
পুরুষ হয়ে এতই লজ্জা !
আপনাকে বিয়ে করতে কে বলেছে?
★বরকে হাত ধোয়াতে হবে কেন? সে নিজে হাত ধোয়ে
নাকি প্যারালাইজড ?.
★মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি?
তাহলে এই আয়োজনটা করতে কে বলছে?
★ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন?
আরে তোমার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাচ্ছ
কেন?- নাকি ছেলে বিক্রি করছ?
বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে।.
★মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করতে হবে কেন?-
মেয়ের মুখের উপর কী ঠাডা পরছে নাকি?
★নতুন বউকে পর পুরুষ কোলে নিবে কেন ?-
তাঁর পায়ে কী গঁজ আছে যে খোঁড়ায় হাটে !’
★দুলা ভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন?
নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন?
নাকি চরিত্রের দোষ আছে?.
★দুলা ভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে
কেন?-
বাড়ির ছেলেরা কী হিজড়া হয়ে গেছে?
★নতুন বউয়ের রুম সাজাতে ছেলেরা কেন? মেয়েরা কী
হিজড়া হয়ে গেছে?’
#আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি।
আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত
করুন।
#আমিন
আমার সাইট থেকে ঘুরে আসার অনুরোধরইল
আমার সাইট :Topiczonebd.tk
আল্লাহ হাফেজ।।।
7 thoughts on "আমাদের সমাজের কু-প্রথাগুলো – দেখে নিই"