সসালামু আলাইকুম!
আজ আমি আমার ১০ম টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

তো আজকে আমি যে বিষয় টা নিয়ে আলোচনা করবো সেটা হল কিভাবে খুব সহজেই অপেরা মিনিতে ফ্রিতে গুগোল ব্যবহার করবেন সার্চ বার এ যুক্ত করে। আমি জানি এই পোস্ট টা আরো আগে ট্রিকবিডিতে হইছে, কিন্তু এটাই অন্য টাইপের।
এই ট্রিকটা যাদের সিমে ফ্রি বেসিক সাপোর্ট করে শুধুমাত্র তাদের জন্য
আমি প্রত্যেকটা ধাপ স্ক্রিনশট এর মাধ্যমে বুঝিয়ে দিবো। আশা করি সমস্যা হবে না।

প্রথমেই অপেরা মিনি অন করুন। আমি মনে করি আপনাদের সবার ফোনেই অপেরা আছে। তাই ডাউনলোড লিংক দিলাম না।
এখন নিচের ধাপগুলো ফলো করুনঃ

১.
প্রথমে https://http-www-google-com.0.freebasics.com/ লিংকে যান।

২. Google পেইজের ফাকা বক্সটার মধ্যে চাপ দিয়ে ধরলে কয়েকটা অপশন আসবে। এখানে Add Search Engine সিলেক্ট করুন

৩. তারপর যেকোনো একটা নাম দিয়ে (স্ক্রিনশট এর মত) Done এ ক্লিক করুন

৪. তারপর চিহ্নিত সার্চ বারে যান

৫. এখন চিহ্নিত স্থানে যান

৬. একটু আগে যে Free Google নামে একটা অপশন এড করছিলাম। সেটা সিলেক্ট করুন।

৭. এখন এই ফ্রি সাইট আপনার সার্চ ইঞ্জিন হিসেবে এড হল। এখন যেকোন সময় এখানেই সার্চ দিতে পারবেন।


আমি সবসময় সহজভাবে স্ক্রিনশট এড করে টিউন করি যাতে সবাই বুঝতে পারেন।

কপি করলে বেইমানি করবেন না। অবশ্যই আমার ক্রেডিট দিবেন

টিউনটি ভালো লাগলে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।

সবাই ভালো থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন।

ফেসবুকে আমি

21 thoughts on "অপেরা মিনিতে ফ্রিতে সহজেই গুগল ইউস করুন সার্চ অপশনে যুক্ত করে (with Screenshot)"

    1. EFFAT Author Post Creator says:
      থাংক্স
  1. HRIDOY khan Contributor says:
    সন্দর প্রোষ্ট।

    ভাই আমি টিউনার হতে চাই plz কেউ টিউনার করুন।

    1. EFFAT Author Post Creator says:
      মানসম্মত ৩ টা পোস্ট করে ট্রিইনার রিকুয়েস্ট করুন
  2. Roy Bishal Contributor says:
    google giye search dile kono side e gele abar data chay….
    1. EFFAT Author Post Creator says:
      eta to freebasic
  3. Chondon Contributor says:
    তাহলে google যেয়ে কী মশা মারবো?
    1. EFFAT Author Post Creator says:
      মশা মারার টিপসস লিখে সার্চ দিয়েন
  4. Zid Author says:
    apnr shob post nice…..
    1. EFFAT Author Post Creator says:
      thanks.
  5. Chondon Contributor says:
    সেটা আপনার কাছ থেকে না জানলে ও চলবে।
  6. MahbubJR Contributor says:
    ভাইয়া হাজার হাজার ধন্যবাদ
  7. bappi banik Author says:
    onek gula apps instile দিয়ে দেখলাম ভাই একটায় ও চলতেছে না। scr pro দিয়া আগে রেকড করতাম আমার p6 rooted phone.. তখন হত বাট এখন অটা আর support করে না। এখন onno apps দিয়া record করলে হলুদ সবুজ কালো রেকড হয় বাট স্কীন রেকড হচ্ছে না। phone টা ৩ বার factory Data restore দিছি তাতে কাজ হয় নি।
    1. EFFAT Author Post Creator says:
      Du Screen Recorder Use koren
      Problem solved
  8. bappi banik Author says:
    scr pro 2 old apps পাইছি সেইটা দিয়া ভাল চলছে। আমার এখন. ans ta dear jonno 10x

Leave a Reply