Trickbd তে এটা আমার ২য় পোস্ট তাই যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ফ্রিতে কল করার নিয়ম।
১ম এ আপনাকে একটা এপস ডাউনলোড করতে হবে।
এপস টা ডাউনলোড করতে আপনি Google play store এ গিয়ে Nanu লিখে সার্চ দিন।
Apps টি দেখতে নিচের স্কিনসট এর মতো হবে।
এবার Apps টা ওপেন করুন দেখবেন নিচের স্কিনসট এর মতো একটা পেজ ওপেন হয়েছে।
তারপর আপনার ভাষা সিলেক্ট করুন নিচের স্কিনসট এর মতো।
ভাষা সিলেক্ট করার পর আপনাকে নিচের স্কিনসট এর মতো দেশ সিলেক্ট করতে হবে।
তারপর আপনার নাম্বার দিতে হবে।
নিচের স্কিনসট এর মতো।
নাম্বার দেওয়ার পর নিচের স্কিনসট এর মতো
টিক চিহ্ন দিয়ে Verify Me তে ক্লিক করুন।
এরপর দেখবেন আপনি যে নাম্বার টি দিয়েছিলেন সেই নাম্বারে একটা কোড চলে গেছে।
এবার ফাকা বক্সে কোড টা বসিয়ে দিন।
আর যদি সিম টি আপনার ফোনে খাটানো থাকে তাহলে Auto Verify হয়ে যাবে।
এবার Verify করা হয়ে গেলে আপনাকে চারটি Step দেবে।
সেখানে আপনাকে কি করতে হবে আমি স্কিনসট এর মাধ্যমে বিঝিয়ে দিচ্ছি। স্কিনসট ফলো করুন।
১ম
২য়
৩য়
৪র্থ
আপনার জন্ম তারিখ দিন।
দিয়ে Start calling এ ক্লিক করুন।
ওখান থেকে লাল দাগ চিহ্নিত স্থানে ক্লিক করুন।
তারপর আমি আপনার নাম্বার বসিয়ে ইচ্ছে মতো যাকে ইচ্ছা তাকে কল দিতে পারবেন।
বিঃদ্রঃ- আপনি যাকে ফোন করবেন তার যদি এই এপস না থাকে বা তার যদি Android ফোন না থাকে তাহলে ও আপনি তাকে কল দিতে পারবেন।
ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।
কোনো সমস্যা হলে ফেসবুকে আমি
One thought on "দেখেনিন যে কোনো স্থানে ফ্রিতে কিভাবে কথা বলবেন।শুধু একটি এপস ব্যবহার করে।(স্কিনসটসহ Don’t miss)"