.★আমরা অনেকে Wifi kill নামে একটি এপ দিয়ে ট্রাই করেছি কিন্তু Wifi Kill দিয়ে কাজ হয়ে না। আমি জেই এপ টা নিয়ে এসেছি তার নাম হল Net Cut এই টা দিয়ে ১০০% কাজ করে ত কাজের কথায় আসি★
ব্যস ওয়েটারকে ডেকে পাসওয়ার্ডটা নিলাম। ওয়াইফাইয়ে কানেক্ট করার পর দেখি স্পীড ভালো না। কিভাবে স্পীড ভালো করা যায় সে উপায় খুজতে লাগলাম। অবশেষে সমাধান ও পেয়ে গেলাম। বিলম্ব না করে অ্যাপটি ওপেন করলাম। ৩৩ জন ইউজার!!! তাহলে তো এমনই হবে। যাক এবার আসল ঘটনায় আসি। আমি বাদে একে একে ৩২ জন ইউজারকে ডিসকানেক্ট করে দিলাম।
মানে ওইরাউটারের একমাত্র ইউজার আমি!!! সবাইতো চেচামেচি শুরু করে দিল। আমিও এই সুযোগে ফুল স্পীডে ডাউনলোড করছিলাম ও মজা লুটছিলাম ? এরপর থেকে যেখানেই ওয়াইফাই পাই অ্যাপটির সদ্ব্যবহার করি। আর এখানেই হচ্ছে রুটেড ফোনের আসল স্বাদ। রুটেড ফোন দিয়ে আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন যা আপনি কখনো কল্পনাও করেন নাই। অ্যাপটির লিংক:
ডাউনলোড করে নিন
এপটি ওপেন করে নিচের স্রিনশট এ Cut All এ click করলেই সবার নেট স্পিড। একেবারে কমে যাবে
hahaha 😀 😀 😀
ইনশাআল্লাহ tunner হওয়ার সুযগ দিলে নিওমিত মানসম্মত পোস্ট করার চেষ্টা করবো।
আমার রাউটারের সাথে কানেক্ট আছে কিন্তূ আমি পাসোয়ার্ড দেখতে পারছি না।
setup page এপ্পস টা দিয়েও ট্রাই করছি হচ্ছে না?
Ai rokom aro post cai