আসসালামু আলাইকুম।
কেমন আছেন সকলে?? আশা করি ভালই আছেন,,,,। আর আমি ও ভাল আছি,,,
আজ হইতবা আপনাদের জন্য কিছু স্পেশাল নিয়ে আসতে পারছি।
আমি সবসময়ই ট্রাই করি আপনাদের কে ভাল কিছু দিতে,,, আর সে লক্ষেই কাজ করি,,,।
তো যাইহোক মূল টপিকে আছি,,,
★
অনেকের এমন হয় যে আপনি কোনো এপস বা সাইট থেকে অটো লাইক নিছেন,,,তারপর Activity log চেক করে দেখা যায় আপনি আপনারই অজান্তে অন্যের পোষ্টে লাইক দিচ্ছেন যারা আপনার অপরিচিত বা আপনি যাদের পোষ্টে লাইক দিতে চান না।
অনেক সময় এমন ও হয় যে, এভাবে কোনো খারাপ পোষ্ট বা ছবিতে আপনার অজান্তেই লাইক চলে গেছে।
এতে করে তো আপনাকে সবাই খারাপ ভাবতে শুরু করবে তাই না???
আপনি নিশ্চয়ই এমন টা চাবেন না। আপনি চাইবেন এটা থেকে পরিত্রান পেতে,,,
আমিও এই প্রবলেমে পরেছিলাম,,,,,
আমি ট্রিকবিডি তে দেয়া একজনের এউথরের পোষ্ট দেখে আমার পোষ্টে অটো লাইক নিছিলাম,,,
তারপর একদিন activity log চেক করে দেখি অপরিচিত লোকের পোষ্টে লাইক তাও আমার অজান্তে,,,
একজনের কাছে জিজ্ঞাস করায় সে বলল এর থেকে পরিত্রান পাওয়ার কোনো পথ নেই,,,
সে বলল এ থেকে বাচতে আইডি বাদ দিতে হবে,,।
কিন্তু কে চাই তার শখের আইডিটা বাদ দিতে!!!
তো চলুন জেনে নিই কীভাবে এ সমস্যা থেকে বাচা যায়!!!?
১।প্রথমে আপনি আপনার আইডিতে লগ ইন করুন।
২। তারপর Settings & privacy তে যান।
৩।General এ যান।
৪।Password এ যান।
৫। ওখানকার বক্স অর্থাৎ পাসওয়াড চেন্স এর বক্স পূরণ হয়ে গেলে Change password চাপুন।
৬। এখন দেখবেন নিচের মত একটা পেজ আসবে।!
ছবির মতো Logout of other device সিলেক্ট করুন।
তারপর Continue প্রেস করুন।
৭। এখন দেখবেন নিচের মত একটা পেজ আসবে।
জাস্ট Continue প্রেস করুন।
৮। এখন নিচের মত আসবে
ওখানে আপনার ইমেইল, মোবাইল নম্বর ও নাম সিলেক্ট করে Next চাপুন।
৯। এবার নিচের মত আসবে।
সবগুলা সিলেক্ট হয়ে গেলে নিচের Continue / next চাপুন।
১০। এখন নিচের মত একটা পেজ আসবে।
ব্যাস,,,! যদি এরকম আসে তাহলে আপনার কাম শেষ। 😛
বি:দ্র: আপনি এর পরে যদি আবার অটো লাইক নেন তাহলে পুনরায় সমস্যা টি শুরু হবে। সেক্ষেত্রে একই নিয়মে সমাধান করতে হবে।
আশা করি বুঝাতে সক্ষম হয়েছি,,,কেউ যদি না বুঝেন তাহলে কমেন্ট করুন অথবা ফেসবুকে যোগাযোগ করুন। আমার অফিশিয়াল ফেসবুক পেজ। সবধরণের টিপস ও সমস্যার সমাধান পেতে লাইক দিয়ে সাথে থাকারর অনুরোধ রইল
ধন্যবাদ সকলকে।
nijei janena abar post korte ashe…
এভাবে করলেত বালের মতাও হবে না
setting->apps-> যে apps দিয়া login করা htc,nokia,blackberry,iphone সেই apps রিমুভ করে দিন একটা like ও অজান্তে যাবে না
অটোলাইক কেউ নিবেন না..
আপনার আইডি থেকে কারু পোষ্টে লাইকও পরবেনা.. আর টেনশনেও করতে হবে না।