কেমন আছেন সবাই?
আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো বিজ্ঞাপন । আমি টিভি বিজ্ঞাপনের কথা বলছি না। আমরা যারা পিসি তে Internet ব্যবহার করি তারা webpage এ নানা রকম বিজ্ঞাপন দেখতে পাই। এইসব বিজ্ঞাপন অনেক সময় বিরক্তির কারন হয়ে দাঁড়ায় ।
এখন দেখাবো কিভাবে আপনি এইসব বিজ্ঞাপনকে চিরদিনের জন্য বিদায় জানাতে পারেন ।
প্রথমে আপনাকে একটি Add-ons/Extensions Install করতে হবে।
Install করার জন্য প্রথমে আপনাকে নিচের লিংক এ যেতে হবে।
Link–ADblockplus
Link এ যাওয়ার পর উপরের মত ছবি দেখতে পাবেন। এরপর Install for Chrome লেখাতে ক্লিক করবেন। তারপর Add-ons/Extensions Install হবে।
Install শেষ হবার পর আপনার browser টা Restart দিন ।
আপনার কাজ শেষ । এখন দেখুন তো কোন বিজ্ঞাপন আপনার চোখে পরে কিনা ।
(আমি Google Chrome ব্যবহার করি তাই Chrome এর নাম আসছে । এইখানে আপনার Browser এর নাম আসবে)
আপনি তো আমার জন্মের আগে থেকেই সব জানেন। পোষ্ট করছি যারা জানে না তাদের জন্য আপনার জন্য না।
আমার Facebook ID- [email protected]
লাগলে যোগাযোগ করিস …।।
কি লিখছেন এইগুলা, আগে অন্যকে দিয়া পড়াইয়া নিয়েন । তারপর এইখানে কমেন্ট কইরেন ।
এইটা আজকে পোস্ট করছি , তার মানে এইটা না যে, বিষয় টা আমি আজকেই জানলাম।
আর Aol এর কথা বললাম, আপনার দৌড় কতটুকু সেইটা দেখার জন্য। যেভাবে প্রথম কমেন্ট টা করলেন । হাহাহাহা । মজা পাইলাম সকাল সকাল।
হুদাই, আপনার মত **** সাথে তর্কে জড়াইতে চাই না। কোন কথা থাকলে ফেসবুক এ আসেন ।এখানকার পরিবেশ নষ্ট করা ঠিক হবে না।
হতে পারে এইটা নিয়া পোষ্ট হইছে। কিন্তু এইটা কপি করি নাই। নিজের হাতে নিজের মত করে টাইপ করে পোস্ট করলাম ।
কমেন্টের জন্য ধন্যবাদ
Amre kono tunneraa mairala
Ore dui stick mall de o khak
..khaiya pannkka hoye .
Rana bhaire segaret mokke na deye ponndhe dokhai desss.ok