হাই বন্ধুরা,

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের একটি মজার ট্রিক শেখাব যা দিয়ে আপনি আপনার পিসি বা ল্যাপটপে যে কোন ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন মোবাইল এর মত করে।মানে সব ওয়েবসাইট মোবাইল ভিউতে চালাতে পারবেন।আপনি পোস্টটি পরছেন তার মানে আমি ধরে নিচ্ছি আপনি এই সম্পর্কে জানেন না।আর যদি জানেন তাহলে অবশ্যই পোস্টটি স্কিপ করে জেতে পারেন!

কিভাবে কাজটা করবেন তা বলার আগে বলে দি এইটা দিয়ে আপনি সেই সব ওয়েবসাইট ও চালাতে পারবেন জেগুলা পিসি/ল্যাপটপ ব্রাউজারে সাপোর্ট করেনা যেমনঃ Freebasic।আপনি এটা পিসি তে চালাতে গেলে বলবে “Desktop Browser Not supported” কিন্তু এই ট্রিক দিয়ে আপনি ফ্রীব্যাসিক চালাতে পারবেন।এছারা আপনি আপনার পিসিতে মোবাইল ভিউ এর ফেসবুক এবং ইউটিউব ও চালাতে পারবেন।শুনে খুব মজা লাগতেসে তাইনা?আসুন শুরু করা যাক-

আপনার প্রথমত একটি Google Chrome Browser থাকতে হবে।না থাকতে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন।তারপর ওপেন করে নিচের স্ক্রীন শট গুলো ফলো করুনঃ-

 

 

আশা করি আপনারা বুঝতে পেরেছেন।সব ওয়েবসাইট গুলো এভাবেই মোবাইল ভার্সন এ চালাতে পারবেন এবং Freebasic এরও মজা নিতে পারবেন।আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট করুন আমি আমার যথা সাধ্য চেস্টা করবো আপনাদের বুঝাতে।

কিছু কথাঃ

ওয়েবসাইট খুলে রেখে তারপর Inspect এ ক্লিক করলে কিনতু পিসি ভার্সন এই আসবে তাই আগে Inspect এ ক্লিক করবেন এবং তারপর url টাইপ করবেন,ঠিক আছে।আর আমি বার বার বলছি আবার বলছি যে পোস্টটি কিনতু আমি শুধু তাদের জন্যই করেছি যারা জানেন না!

 অবশেষে সবাই ভাল থাকেন,সুস্থ থাকেন এবং TrickBD এর সাথেই থাকেন।

12 thoughts on "পিসি বা ল্যাপটপে যেকোনো ওয়েবসাইট ব্যবহার করুন মোবাইল ভার্সনে একটি simple ট্রিক দিয়ে [ শুধু তাদের জন্য যারা জানেন না ]"

  1. Masum Ahmad Kafil Contributor says:
    thanks for sharing
    1. Rafi Author Post Creator says:
      You are most welcome
    1. Rafi Author Post Creator says:
      Thanks
    1. Rafi Author Post Creator says:
      thaknks
  2. Md Alauddin Contributor says:
    অনেক ধন্যবাদ আপনাকে। আমি ল্যাপ্ট দিয়ে আপনার পোস্ট এর আগে
    freebasic চালানোর চেষ্টা করসি কিন্তুু পারিনি।
    এখন পারলাম।
    1. Rafi Author Post Creator says:
      Welcome
  3. RMSS Contributor says:
    thanks thanks

Leave a Reply