আসসালামু আলাইকুম!
আজ আমি আমার টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
তো শুরু করে দেই।
এই ট্রিকটা আগেও ট্রিকবিডি তে দিয়েছিলাম। পুনরায় পোস্ট করলাম কারণ অনেকেই জানে না। এই সিস্টেমে ফেসবুকিং এখনো চালু আছে, আমি নিজে চালাচ্ছি!
প্রথমেই বলে নেই এই ট্রিকটা একান্ত আমার সংগ্রহ করা। কেউ এর অপব্যবহার করবেন না। কপি করলে অবশ্যই ক্রেডিট দিবেন।
ফ্রি ফেসবুক চালাতে আপনার ফোনে টাকা/এম্বি জিরো রাখতে হবে। বলে নেই এই সিস্টেমে শুধু ব্রাউজ+ ফটো ডাউনলোড করতে পারবেন। কোনো প্রকার সেটিংস লাগবে না।
এজন্য আপনার একটি ইউসি ব্রাউজার লাগবে। ইউসি মিনি না এটা অফিশিয়াল UC Browser যেটা ১৬-২০ এম্বি সাইজের।
না থাকলে নিচ থেকে ডাউনলোড করুন।
Click here to Download
আমি প্রত্যেকটা ধাপ স্ক্রিনশট এর মাধ্যমে বুঝিয়ে দিবো।
১. তো প্রথমে UC Browser এ যান। তারপর (নিচের চিহ্নিত) সেটিংস এ যান
২. এখন Cloud Boost অপশনে যান
৩. তারপর সবগুলো অপশন Unmark করে Ok দিন
৪. এখন m.Facebook.com এ যান। যদি লোড হতে টাইম লাগে, কিছুক্ষণ অপেক্ষা করুন।
আশা করি প্রথম চান্সেই হয়ে যাবে। আমারো হইছে প্রথমেই। এখন ফ্রি চালাচ্ছি।
কেউ কোনো বাজে মন্তব্য করবেন না।
আমি সবসময় সহজভাবে স্ক্রিনশট এড করে টিউন করি যাতে সবাই বুঝতে পারেন।
কপি করলে বেইমানি করবেন না। অবশ্যই আমার ক্রেডিট দিবেনটিউনটি ভালো লাগলে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন।
play store cole…
link change kore naki download kora jay…kobabe pls…
আরেকজনের পোষ্ট কপি করে
থাকলে শেয়ার করেন প্লিজ,
অন্তত যেনো খেলা দেখতে পারি