আসসালামু আলাইকুম।


সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারন Trickbd এর সাথে থাকলে সবাই ভালো থাকে।
যাই হোক এখন কাজের কথায় আসি।
আমাদের সবার অনেক সময় দেখা যায় google এ signin করতে সমস্যা হয় যার ফলে আমরা playstore সহ আরো যাবতীয় কাজ এ বাধাগ্রস্ত হই।
No Problem আরে মিয়া আমরা আছিনা??
আগেই বলে রাখি এটার সমাধান করতে আমাদের মোবাইল টি অবশ্যই রুট করা থাকতে হবে। আর যদি রুট করা না থাকে তাহলে আগেই রুট করে নিবেন। রুট করার জন্য কিছু সফটওয়্যার ব্যাবহার করতে পারেন যেমন :- kingroot, root master, ইত্যাদি।
যাই হোক রুট করা হলে তারপর আমাদের আরেকটি সফটওয়্যার লাগবে তা হলো -Root Expolorer.
download link _ ডাওনলোড করুন
তারপর ডাওনলোড হয়ে গেলে ইন্সটল দিন।
তারপর রুট পারমিশন চাইবে ওকে দিবেন। তারপর এর ভিতর যাওয়ার পর দেখবেন System নামে ফোল্ডার আছে এটায় যাবেন।
তারপর etc নামে একটি ফোল্ডার পাবেন সেটায় যাবেন।
তারপর দেখবেন hosts নামে একটা ফাইল আছে
সেটা ডিলিট করে দিবেন।
ব্যাস!! হয়ে গেছে। এখন আপনি GMail এ গিয়ে দেখবেন কানেক্ট করতে পারছেন। So injoy!
তাও যদি কেও না বুঝেন তাহলে ভিডিও টা দেখেন
ভিডিও টি দেখতে
বি:দ্র: আমার চ্যানেল টি অবশ্যই সাবস্ক্রাই করবেন।
আমাকে ফেসবুকে পেতে আমার ফেসবুক

Leave a Reply