আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।

১.পর্ন দেখা বাদ দেন।
২.একাকী সময় কাটানো কমান।
৩.নামায মিস দিয়েন না।
৪.প্রতিবার নামায পড়ে হবু বউ এর জন্য দোয়া করেন। যাতে আপনার হবু বউ (যদি কপালে থাকে) এবং আপনি পাপ থেকে দূরে থাকতে পারেন।
৫.একা একা অলস সময় কাটাবেন না।ছোট বড় যেকোন একটা কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
৬.বেশি বেশি আল্লাহকে স্মরন করুন। বলুন “ইয়া আল্লাহ,অশ্লীলতা থেকে বাচার জন্য আমি আপনার আশ্রয় চাচ্ছি”।
৭. মেয়েদের(হিজাবী বা নন হিজাবী যেকোন মেয়ে) দেখলে চোখ সরিয়ে নিন, বা মাথা নিচু রাখুন। একবার দেখলে দ্বিতীয়বার ঐদিকে তাকাবেননা। একটা গুনাহ্ কিন্তু আর একটা গুনাহের রাস্তা খুলে দেয়। কোন কিছু দেখার সময় আল্লাহর চোখ দিয়ে দেখবেন। মানে আল্লাহ অপছন্দ করেন এরকম জিনিসের দিকে তাকাবেন না।
৮.বেশি কামনা জাগলে ওযু করেন। মনোযোগ সহকারে নফল নামায আদায়করেন।নামাযে এবং নামাযের পর দোয়ার সময় কান্নাকাটি করেন। এই নামাযের মূল্য আছে ভাই।
৯. তওবা করেন। জানেন, যেকোন দোয়া কবুল না হওয়ার অন্যতম কারন একই গুনাহ্ বার বার করা।
১০. বেশী বেশী রোজা রাখেন…! বিভিন্ন কাজে আত্ননিবেশ করেন..! এইটাই এখন আপনার পরীক্ষা! ইসলাম আপনার নিয়মে চলে না!!! ইসলাম ইসলামের নিয়মে চলে…

আল্রাহ হাফেজ।।।

14 thoughts on "ধার্মিক এবং বিশ্বাসযোগ্য বউ পেতে হলে কি করণীয় একটু দেখি সবাই"

    1. Khairul Author Post Creator says:
      wc…vi
  1. Avatar photo Robin Kumar Ghosh Contributor says:
    apnar jonno shuvo kamona roilo.
  2. Sami Contributor says:
    Wow nice post
  3. Avatar photo NAYEEM Contributor says:
    Allah jeno amader towfiq den
  4. S.R.TUSHER Contributor says:
    আপনার পোস্ট টা অনেক ভাল লাগছে।
  5. Khairul Author Post Creator says:
    Tnx..all
  6. Avatar photo khan monib Contributor says:
    I really happy to read such good pø$t .
  7. Avatar photo ANiK Author says:
    Shundor Post 🙂
    1. Khairul Author Post Creator says:
      Tnx
  8. Avatar photo Md Khalid Author says:
    আছে মহাপাপ = trickbd. com/islamic-stories/288346 = রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর কে রওজা বলার বিষয়ে বিস্তারীত জেনে নিন –

Leave a Reply