কেমন আছো সবাই? আজ
আমি তোমাদের জন্য নিয়ে এসেছি
এমন একটি এপ্, যা তোমরা এতোদিন
খুঁজছিলে। বিভিন্ন দামী দামী
মোবাইলে এই এপ্ টি বিল্ট-ইন অবস্থায়
থাকে (যেমন, আইফোন, ব্লাকবেরি,
ইয়াসাকি ইত্যাদি)। কিন্তু আমরা
যারা কম কনফিগারেশনের ফোন ইউজ
করি তারা এরকম ফিচার কল্পনাও করতে
পারিনা। তাই আমাদের এই এপ্ টি
একমাত্র ভরসা হতে পারে।
তো চলো এটি ডাউনলোড করার আগে
এর সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।
AcDisplay হলো এন্ড্রয়েড এর
নোটিফিকেশনের জন্য অত্যাধুনিক
নোটিফিকেশন এপ্। এটা যেকোন
নোটিফিকেশনের জন্য (যেমন, ম্যাসেজ,
মিসড কল, ফেসবুক ইত্যাদি) তোমাকে
ছোট পরিসরে, সুন্দর ডিজাইনিং এর
মাধ্যমে সরাসরি এলার্ট করবে লক
আর তুমি তোমার পকেট থেকে বের
করে লক স্ক্রিন না খুলেই সব
নোটিফিকেশন গুলো দেখতে পারবে
শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে। কি
অবাক হচ্ছো? ভাবছো লক স্ক্রিন না
খুলেই কি করে নোটিফিকেশন দেখা
যায়! হ্যা বন্ধুরা, এটাই এই এপ্ এর
বিশেষত্ব। এটির আছে সুন্দর স্ক্রিন,
সুপার ফাস্ট এক্সেস আর সিম্পলিসিটি।
এটি কোন প্রকার ডাটা কানেকশন
ব্যবহার করে না, তাই ইন্টার্নেট থেকে
কোন প্রকার এমবি যাওয়ার ভয় নেই।
এটি ফোনে আসা সকল বার্তা এক্সেস
করতে পারে।
এটি একটিভ করলে ব্যাটারির চার্জ
সেভ হয়। কারণ তুমি ফোনের লক না
খুলেই সকল নোটিফিকেশন দেখতে
পারো।
এটি খুবই সিম্পল এবং খুব কম
মেগাবাইটের একটি এপ্। তাই
মেমোরি কার্ডের জায়গাও কম
লাগে। এবার চলো দেখে নেই এর
অসাধারণ পারফর্মেন্স -একটিভ মোড
(যা মোবাইলের সেন্সর ব্যবহার করে
নোটিফিকেশন দেখায় ঠিক যখন
তোমার দরকার হয়) -মোবাইলের স্ক্রিন
লক থাকা অবস্থায় মেসেজ, কল,
মেসেঞ্জার, এপস্ ইত্যাদি এক্সেস
করার সুযোগ -অসাধারণ স্থায়িত্ব –
ব্যাটারির সেভিং বৃদ্ধি এতোসব
সুবিধা দেখে নিশ্চই এখুনি তোমার এই
এপ্ টি ডাউনলোড করতে ইচ্ছে হচ্ছে,
তাই না? তাহলে নিচের ডাউনলোড -এ
ক্লিক করে এক্ষুনি ডাউনলোড করে নাও
অসাধারণ এই এপস্ টি। সবাইকে ধন্যবাদ
Ar likhte mon chai na karon ja lakha kau dakte pai na sa lekha lakher mane hoi na, so plz tunner me Plz!