আসসালামু আলাইকুম, যেকোন চাকুরী, ব্যাংক বা কোম্পানীতে ওয়ার্ড আর এক্সেল এর কাজ বেশি, ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুনদের জন্য পোস্টঃ শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৩]। আজ বিয়োগ শেখার জন্য পর্ব। এবং এটা মাইক্রোসফট এক্সেল পরিচয় পর্ব [পর্ব ২]
আজ জানবো মাইক্রোসফট এক্সেল এ কিভাবে বিয়োগ এর কাজ করবেন।
আগের পোস্ট অনুযায়ী এম এস এক্সেল শীট ওপেন করুন। । এরকম ভাবে সংখ্যা বসান যেকোন যায়গাতে। বিয়োগের সুত্র টি বসান যা ছবিতে দেখছেন। আগে = এর যায়গাতে আপনি @ ও দিতে পারেন, মুল নিয়ম @ দেয়া তারপর তারা নিজের মত চেঞ্জ হয় তা দেখছেন। খেয়াল করুন B এর লাইনে ও 4 এর সারিতে হওয়ায় প্রথম ভেলু B4, আর C এর ঘর ও 4 এর সারী হওয়াতে ২য় ভেলু C4 , মাঝে – বিয়োগ চিহ্ন বসবে।
এন্টার চাপলে ফলাফল দেখতে পাবেন।
আজ এপর্যন্তই
এক্সেল সব পর্বের ভিডিও টিউটোরিয়াল একত্রে পেতে ফলো করুন এই লিংক .
মনে রাখবেন, টিউটোরিয়ালে কাজ দেখানো হয়, ইনফরমেশন থাকে লেখা টিউনে। তাই উভয় ই ফলো করুন।
20 thoughts on "শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৩]"