গ্রামীনফোন- এর সকল প্রিপেইড গ্রাহক (ERS এবং BPO সিম ছাড়া) যারা ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ অথবা


তার আগে থেকে তাদের সংযোগ ব্যবহার করছেন না তারা ঠিক ২৯ টাকা রিচার্জে, ৩০ দিন মেয়াদে যেকোনো গ্রামীণফোন নম্বরে আধা পয়সা/সেকেন্ড
কল রেট (রাত ১২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত) উপভোগ করবেন এবং অন্য অপারেটরে ১ পয়সা/ সেকেন্ড কল রেট (২৪ ঘণ্টা) ও ১টি SMS (জিপি-অন্য
অপারেটর) উপভোগ করবেন। অফারটির পাবেন কিনা চেক করতে ‘Apr
017XXXXXXXX’ লিখে পাঠিয়ে দিন 9999 নম্বরে ৫ এপ্রিল, ২০১৭ থেকে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে
সকল জিপি প্রিপেইড গ্রাহক (ERS এবং
BPO ছাড়া) যারা ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
অথবা তার আগে থেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তারা এই অফার পাবেন

অফার প্রাপ্যতা চেক করতে “Apr 017XXXXXXXX” লিখে পাঠিয়ে দিন 9999 নম্বরে


আনরেজিস্টার্ড গ্রাহকগণ এবং যারা সংযোগ কেনার পর থেকে ১৫ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত সংযোগটি ব্যবহার করেননি তারা এই অফারের জন্য বিবেচিত হবেন না যেকোনো গ্রামীণফোন নম্বরে আধা পয়সা/সেকেন্ড চার্জ প্রযোজ্য হবে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অন্য অপারেটরে ১ পয়সা/সেকেন্ড চার্জ ২৪ ঘণ্টা প্রযোজ্য বিকাল ৫টার পর (রাত ১১.৫৯ পর্যন্ত)
জিপি-জিপি কল রেট ১ পয়সা/সেকেন্ড এ পরিবর্তিত হবে
কোনো অপ্ট-ইন ছাড়াই সকল উপযুক্ত গ্রাহকগণ এই অফার পাবেন (ঠিক ২৯ টাকা রিচার্জ করতে হবে)লোয়ার ট্যারিফ ও SMS এর মেয়াদ
রিচার্জ-এর দিনসহ ৩০ দিন। ক্যাম্পেইন চলাকালীন একাধিকবার অফারটি নেওয়া যাবে। একাধিক রিচার্জের ক্ষেত্রে সর্বশেষ মেয়াদটি প্রযোজ্য হবে অফার চলাকালীন এই স্পেশাল ট্যারিফ (আধা পয়সা/সেকেন্ড এবং ১ পয়সা/ সেকেন্ড (২৪ ঘণ্টা) কল রেট অন্য অপারেটরে) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF এবং সকল রিচার্জ ভিত্তিক লোয়ার ট্যারিফ-এর ক্ষেত্রে (যেমন ১ পয়সা অফার) প্রযোজ্য হবে স্পেশাল ট্যারিফ ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে ৫% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য + মূল ট্যারিফ-এর উপর ১% সারচার্জ প্রযোজ্য

ফেছবুকে আমি

15 thoughts on "গ্রামীণফোন বন্ধ সিম অফার ! ফিরে আসলেই সারপ্রাইজ! ২৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট!"

  1. Kabir Contributor says:
    কোন এমবির অফার নেই??
  2. Shuhanur Rahman Contributor says:
    গুষ্ঠি মারি জিপির।
    1. আল-আমিন® Author says:
      কেন ভাইজান!!
    2. Shuhanur Rahman Contributor says:
      এর মতো হারামি সিম আর ১টাও নাই। ১ এমবি ইন্টারনেটও নাই ফ্রি।
  3. KamrulDon Contributor says:
    জিপির এই অফারটা দেখে ওদের বলদ মনে হয়। এইটা কোনো অফার হলো!!!
    1. Md Robin Author Post Creator says:
      hmm viya
  4. Imranpabna Contributor says:
    gpহারামি বুদ্ধি পাই কথাই… ??
  5. hadi Contributor says:
    বালের আফার
  6. MD Firoj Contributor says:
    vaiyara.bolte parben author hoite ke help korbe…plz bolun. 40 ti post korchi
  7. salim71 Contributor says:
    জিপি পইন্নি হয়চে। আর অফার দিব না।
  8. kamru zzaman Subscriber says:
    Sgge na 500MB dito !!! Halara ki fohinni hoya gelo naki ??
    1. Md Robin Author Post Creator says:
      ফকির হইছে মনে হই
  9. Rihad Nur Akib Contributor says:
    শুখবর, জিপিতে আমি অফার নিয়ে অভিযোগ করছি।তাতে মনে হলো জিপি আর দেশে থাকবেনা। জনগনের পকেট খালি করে দৌড়াবে।
  10. Talukder Shadin Contributor says:
    প্লিজ আমাকে হেল্প করুন?
    ফেক কলেজ কার্ড বানানোর Apps লিঙ্ক দেন।
    ভাই আমি অনেক খোজাখুজি করছি কিন্তু পাইনি।

Leave a Reply