রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জামায়াত সহকারে নামায পড়ার ব্যাপারে অবহেলা করবে, আল্লাহ তায়ালা তাকে বারটি মুসীবতে জড়িত করবেন। এ বারটি মুসীবত হচ্ছে, তিনটি মুসীবত দুনিয়াতে আসবে, তিনটি মুসীবত মৃত্যুর সময়, তিনটি মুসীবত কবরে এবং তিনটি মুসীবত কেয়ামতের দিনে। যে তিন মুসীবত দুনিয়াতে আসবে , সেগুলো হচ্ছে- আল্লাহ তায়ালা তার রুজি রোজগার থেকে বরকত ওঠিয়ে নিবেন, তার থেকে নেককারদের নূর বিদুরীত হবে এবং সমস্ত ঈমানদারের কাছে সে অপছন্দনীয় হবে।
কবরে যে তিন মুসীবত সম্পর্কে ইরশাদ করা হয়েছেঃ- ১. প্রথম মুসীবত হলো মুনকার ও নকীর খুবই কঠোরতার সাথে প্রশ্ন করবেন ২, কবরের মধ্যে ঘোর অন্ধকার হবে এবং ৩. তৃতীয় মুসীবত হল, কবর এমন সংকীর্ণ হয়ে যাবে যে উভয় পাজরের হাড্ডি একাকার হয়ে যাবে।
তবে শিখার সুযোগ সবাই পেলেও শিখানোর সুযোগ সবাই পায় না,
তার সবাইকে শিখানোর এবং শেখার সুযোগ করার জন্য আমরা নিয়ে আসলাম
→ bigowap.com
বি: দ্র : – রেজিস্ট্রেশন করলেই Author
তবে শিখার সুযোগ সবাই পেলেও শিখানোর সুযোগ সবাই পায় না,
তার সবাইকে শিখানোর এবং শেখার সুযোগ করার জন্য চলে আসলো
_>>> bigowap.com
বি: দ্র : – রেজিস্ট্রেশন করলেই Author