বিসমিল্লাহির রাহমানির রাহীম। প্রিয় ভাই “আসসালামু আলাইকুম” আশা করি ভালো আছেন।
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৮ এপ্রিল শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে, আগামী ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বারাআত পালিত হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
সভায় ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন বলেন, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার শাবান মাসের চাঁদ দেখা যায়। চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪৩৮ হিজরির শাবান মাস। সেই হিসেবে ১১ মে দিবাগত রাতে লাইলাতুল বরাত পালিত হবে।
আমার সাইট:TopicZoneBD.Tk
Wapka যেকোন সমস্যা সমাধানের জন্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আল্লাহ হাফেজ।
2.মুসলমানদের কাছে এ রাত ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত NA, bolun “Bangladesh er musolmander kache “. duniar ar kothau aita janena, karon vaggo rojoni ramadan masher shobe kodor a.
arekta vul holo – namaz er kotha islame nai kintu bangalo namaz pore, ja thik kaj noy. sunnah onujai namaz na porle naamaz kobul hoyna.