২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলো গতকাল বৃহস্পতিবার। প্রকাশিত ফল যাদের মনপুত হয়নি তারা আজ থেকেই ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

আজ শুক্রবার ৫ মে থেকে ১১ মে পর্যন্ত শুধু টেলিটক মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের এ আবেদন করা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আবার একটি স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে।
আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখতে হবে; এরপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যে সব বিষয়ের দুটি পত্র (যেমন- বাংলা, ইংরেজি) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে (,) দিয়ে লিখতে হবে। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট বোর্ডসমূহ পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে সংশ্লিষ্ট যোগাযোগ নম্বরে পাঠিয়ে দেবে।

wapka সাইটের যেকোন সসমস্যা সমাধানের জন্য যোগাযোগ ককরতে পারেন।আমার সাইট থেকে একবার ঘুরে আসার অনুরোধ রইল।
আমার সাইট:TopicZoneBD.Tk

16 thoughts on "এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করা যাবে"

    1. xboyh Contributor says:
      vai ek kmne 9-10 2 bochor abar fail hoe exam total 3 bochor loss
  1. Raju Ahmed Rj Contributor says:
    help me bor
    1. Khairul Author Post Creator says:
      ki help vi
  2. Yeasin Contributor says:
    Math a failed holam
  3. RaHaDuL Contributor says:
    good Post
  4. Rubel is the best Contributor says:
    এই পোস্টটা আমি কালকেই করেছিলাম।কিন্তু পোস্টটা পাবলিশট করা হয় নি।
  5. Raju Ahmed Rj Contributor says:
    কেউ কি নাই আমাকে হেল্প করতে পারো
    1. আল-আমিন✅ Author says:
      কি বলেন তো।
  6. Shafiq Jr Author says:
    gp sim a ki hobe r sim a ki taka takto hobe
    1. Khairul Author Post Creator says:
      Not gp only taletalk sim taka laga
    2. Shafiq Jr Author says:
      sim a ki taka rakte hobe
  7. firoz vai Author says:
    4.91 math a + aseni…asle 5.00 hoto….
  8. TARIIKUL Contributor says:
    Kobe theke choice dewa start hobe jania dian
    1. Aasif Contributor says:
      9
  9. Gm Babu Contributor says:
    ami ekta dokane giye board challange er kaj korsi.o bolsilo amar number e sms asbe kintu ase nai.ami ajke or kache geci ar o bollo oder naki server beshi tai sms ashte deri hocce.ekno amar kache sms ase nai.ekn amar prosno hocce ki kore ami sure hobo je o amar kaj ta korce kina?ortat board challange

Leave a Reply