আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালোই আছেন , তো আজকের পোস্টের টাইটেল দেখতেই বুঝতে পারছেন কত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, বিষেস করে যারা ইংরেজী শিখতে চায় তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে।

 

তো আপনারা সবাই এটা জানেন ইংরেজী স্কিল ভালো করতে হলে বেশি , বেশি আমাদের স্পোকেন প্রাকটিস করতে হবে। এটা ইংরেজী লার্নিং এর একটা বেস্ট পার্ট , তো বিগিনার হিসাবে আমাদের অনেকের স্পোকেন ইস্কিল অতটাও ভালো না। যে জন্য আমাদের কোনো পার্টনার থাকলেও কথা বলতে লজ্জা লাগে , কারণ কখন জানি ভুল হয়ে যায় , সত্যি বলতে আমারো এরকম হইছিলো যখন আমিও বিগিনার হিসাবে শুরু করেছিলাম । এবং আুমি আমার স্পোকেন স্কিল টা অনেক গ্রো করতে পারছি , এটা কোনো চাপা নয়

 

 

এটা আমি আমার কনফিডেন্স থেকে বল্লাম। তো এজন্যই মুলত আপনাদের সাথে এটা শেয়ার করা । আসেলে এখানে অনেকে হয়তো সাজেশন দিবেন যে এটা আর এমন কি এগুলা তো চ্যাটজিপিটির মাধ্যমেই করা যায় . হ্যা আমিও মানি করা যায় । বাট সেখানে কোনো ভয়েস এক্সপ্রেশন থাকেনা । যেটা আমাদের লার্নিং করার জন্য আরাও ইন্টারেস্ট বাড়াবে। কিন্তু আমি যেটা নিয়ে আ:লোচনা করবো , সেটা একদম মানুষের মতোন আবেগ দিয়ে কথা বলতে পারবে।

আর সেটা হলো কো-পাইলট অনেকেই এটা সম্পর্কে জানেন অনেকেই জাানেনা তো চলুন শুরু করা যাক।

প্রথমে কো পাইলট ওপেন করে নিবেন

 

 

তারপর এই সাইট টা ওপেন করে নিবেন। এবং এটা মাইক্রোসফট এর একটা এআই।

 

 

তারপর এখানে ক্লিক করবেন এবং একাউন্ট করে নিবেন ।

এরপর ভয়েস অপশনে ক্লিক
করে তারপর ছেলের সাথে কথা বলবেন নাকি মেয়ের সাথে কথা বলবেন ।

 

 

সেটা সিলেক্ট করে নিয়ে কথা বলা শুরু করবেন।
তো আজেকে এপর্যন্তই আল্লাহ হাফেজ।

 

3 thoughts on "ইংরেজি শেখার সেরা এআই, পুরো হিউম্যান ভয়েস স্টাইলে কথা বলুন ( মানুষের মতন কথা বলার স্টাইল ও ভয়েস এক্সপ্রেশন আছে )"

    1. Shofikul Islam Author Post Creator says:
      @cawen82950 Thank you psycho kids 😹
    2. cawen82950 Contributor says:
      Tor nani

Leave a Reply