“বিসমিল্লাহির রাহমানির রাহীম”
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি ও ভালো আছি।
আজ আমি দেখাবো কি ভাবে Android phone Flash করতে হয়।
অনেক সময় দেখা যায় ফোন রুট
ফলে ফোন Break হয়ে যায়। তখন ফোন আর অন হয় না। তখন ফোন Flash করতে হয়। আমার এই Post দেখে আপনারা নিজে phone flash করতে পারবেন।
চলুন কাজে আসি।
1. আপনার ফোন এর জন্য Stock Rom Download করুন। Google থেকে।
2. এবার Use Android Driver Download করে নিন। এখান থেকে।
Click Here
3. SpFlash Tools Dwonload করুন।
এখন Video দেখুন। আসলে screenshot দিয়ে এই post বুঝানো সম্ভব না তাই Video Share করলাম।
Please কোনো ভুল হলে খারাপ Comment করবেন না।
কারন মানুষ মাত্র ভুল। ভুল হতেই পারে। ভুল হলে ক্ষামার চোখে দেখবেন। আমার সকল চেষ্ঠা দিয়ে আপনাদের সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে বোঝানোর চেষ্ঠা করি। কোনো সার্থ্য ছাড়া।
আমার Post ভালো লাগলে আমার Youtube Channel please Subscribe করবেন।
Subscribe করতে এখানে Click
IT TECH করুন।
এবং এই Site এর সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আশা করি সামনে আরো কোনো ভালো Post নিয়ে আপনাদের কাছে হাজির হবো। কোনো Help লাগলে আমাকে Message করবেন। Fb তে আমি আছি আপনাদের জন্য।
FS Ashraful FB Here
কোনো ভুল হলে মাফ করবেন।
সবাই পাচঁ ওয়াক্ত নামাজ পরবেন।
অন্য সবাইকে নামাজ পড়তে বলবেন। সবাই সদা সত্য কথা বলবে।
eto kicu na parle 1. uninstall 2. ekhon abae install koro.
[messenger open korr somoy dekhe dekhe yes mairoo]