“বোবা ধরা” শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত।আমাদের অনেকেরই ঘুমের মধ্যে এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। অনেকেরই এটার সাথে পরিচিত হলেও এর সঠিক নাম আমরা জানিনা। মনোবিজ্ঞানের ভাষায় এর নাম স্লিপ প্যারালাইসিস।অনেক সময় হঠাৎ ঘুম থেকে জেগে মনে হয় কেউ একজন অন্ধকার ঘরে আপনাকে চেপে ধরে রেখেছে। আপনি চাইলেও নাড়াচাড়া করতে পারছেন না। চিৎকার করছেন কিন্তু কেউ শুনছে না। মনে হছে কেউ একজন আপনার বুকের উপর বসে আপনাকে চেপে ধরে রেখেছে। যদি এই রকম কিছু আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনিও স্লিপ প্যারালাইসিসেআক্রান্ত হয়েছেন।কিন্তু এইস্লিপ প্যারালাইসিস কেনো হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় আমাদের অনেকেরই এখনো অজানা। একটি গবেষণায় দেখা গেছে শতকরা ২০ থেকে ৬০ ভাগ মানুষের ক্ষেত্রে এটি একটি সাধারন ব্যাপার।
প্রতিদিন ৩০০-৪০০ টাকা ইনকাম করুন 😉 🙂 😀
প্লিজ বলুন আমি তো সবসময় মান্সম্মত পুস্ট করি। আসা করি টিউনার করে বধিত করবেন।