আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মেসেঞ্জার এপ এর নতুন কিছু ফিচার সম্পর্কে জানাবো। এই ফিচার গুলো প্রায় অনেকদিন আগেই যুক্ত হয়েছে। প্রায় ১ মাস আগে। কিন্তু এখনো অনেকেই এই ফিচার গুলো সম্পর্কে জানেন না। তাই আজকে আপনাদের এই ফিচার গুলো সম্পর্কে জানাবো।
মেসেঞ্জারে এই ফিচার গুলো প্রায় ১ মাস আগে যুক্ত হলেও এখনো অনেকেই এটা সম্পর্কে জানেন না। এর কারণ হতে পারে আপনার মেসেঞ্জার অটো আপডেট হয় নি কিংবা আপডেট হলেও আপনি বিষয়টি লক্ষ করেন নি। আবার অনেকেই ইতিমধ্য এই ফিচার গুলো সম্পর্কে জেনে গেছেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরাও এবার সেই ফিচার গুলো সম্পর্কে জেনে নেই।
“ওয়ান টাইম ছবি প্রেরণ, এটা আবার কেমন ফিচার?” অনেকেই হয়তো এটাই ভাবছেন তাই না? এই ফিচারটি কিন্তু অনেক কাজের একটা ফিচার। চলুন এটার কাজ কি আগে সেটা জানি, এরপর আমরা দেখবো কিভাবে এটা ব্যবহার করবেন।
“ওয়ান টাইম ছবি প্রেরণ” এই কথাটির মানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। ওয়ান টাইম বলতে বুঝায় কোনো কিছু একবার ব্যবহার করা। এটার কাজও অনেকটা তেমনই। এই ফিচার ব্যবহার করে আপনি যে কাউকে একটি ছবি পাঠাতে পারবেন, যেটা সেই ব্যক্তি কেবল একবারই দেখতে পাবে। দ্বিতীয় বার আর দেখতে পারবে না। এমনকি প্রথমবার দেখার সময় সেটা সেভ করতে পারবে না এমনকি স্ক্রিনশট ও নিতে পারবে না।
এখন আশা করি বুঝতে পারছেন এই ফিচারের কাজ কি! যখন কাউকে এমন ছবি পাঠাবেন যা আপনারা চান সেই ব্যক্তি কেবল একবারই দেখুক সেটা এবং সেভ না করতে পারুক, তাহলে এই ফিচারটি বেশ ইউজফুল হবে। এখন কথা হলো এই ফিচারটি কিভাবে ব্যবহার করবেন তাই না? এর জন্য বেশি কিছু করা লাগবে না। যাস্ট নিচের কয়েকটা স্ক্রিনশট ও স্টেপ ফলো করুন।
১. প্রথমেই যাকে ছবি পাঠাবেন তার ইনবক্সে প্রবেশ করুন। এরপর নরমালি ছবি পাঠানোর জন্য যেখানে ক্লিক করেন সেখানে ক্লিক করুন।
২. এবার আপনারা যে ছবি পাঠাতে চান, সেই ছবি সিলেক্ট করুন (এই ফিচার ব্যবহার করতে চাইলে, শুধুমাত্র ১ টা ছবিই সিলেক্ট করতে পারবেন। মাল্টিপাল চয়েজ এর ক্ষেত্রে এটা কাজ করবে না। তবে ১ টা করে করে দিলে যত খুশি এই ফিচার ব্যবহার করতে পারবেন)। ছবি সিলেক্ট করা হলে Edit বাটনে ক্লিক করুন।
৩. এবার স্ক্রিনশট এ দেখানো যায়গায় একটা ক্লিক করে দিন।
৪. এরপর দেখবেন ওইখানে “1” এর একটা লোগো আসবে। যদি চলে আসে তাহলে সেই ছবি এবার সেন্ড করে দিবেন।
৫. সেন্ড করার পর এমন দেখাবে। আপনি নিজেও সেই ছবি ওপেন করতে পারবেন না ইনবক্স থেকে।
তো এটা তো গেলো সেন্ড করার নিয়ম। তবে যে ছবিটা পাবে তার ক্ষেত্রে কেমন হবে চলুন দেখে নেই।
১. যে ছবিটা পাবে তার ইনবক্সে এমনভাবে সেটা শো করবে।
২. এরপর যদি সে View Image এ ক্লিক করে তাহলে সেটা ওপেন হবে। (প্রথমবার একটা পপ আপ আসবে, যেখানে এই ফিচার সম্পর্কে বলা থাকবে)। তবে ওপেন হওয়ার পর সেটার স্ক্রিনশট বা সেভ কোনোটাই করা যাবে না। ছবি ওপেন করে আমি অন্য ফোন দিয়ে ছবি তুলেছি, সেটা আপনাদের দেখাই। (দেখুন স্ক্রিনশট নিতে দিচ্ছে না
৩. প্রথমবার দেখার পর যদি সে ব্যাক করে, তাহলে ২য় বার আর দেখতে পাবে না। নিচের মতো শো করবে কিন্তু ওপেন হবে না।
এই ফিচারটির সাথে হ্যোয়াটসএপ ইউজাররা কিন্তু বেশ পরিচিত। এই ফিচারটির কাজ হলো, আপনারা যে কারো ইনবক্সে এই ফিচার অন করলে আপনারা যা কথা বলবেন আগামী ২৪ ঘন্টা পর সেই সব মেসেজ অটোমেটিক উধাও হয়ে যাবে। যেটার এক্সেক্স আপনি কিংবা যার সাথে কথা বলেছিলেন তার কেউ পাবে না।
এটা কাজে লাগবে তখন যখন আপনারা এমন কিছু প্রাইভেট কথা বলবেন, এবং চাইবেন না পরে কেউ সেটা দেখে ফেলুক। যাই হোক এই ফিচারটি অন করার জন্য নিচের স্টেপ ফলো করুন।
১. যার ইনবক্সে এটা অন করতে চান, তার ইনবক্সে প্রবেশ করুন। এরপর নিচের স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে মেনু অন করুন।
২. মেনু অন হলে একটু নিচের দিকে স্ক্রল করুন তাহলে এমন দেখতে পাবেন। সেটায় ক্লিক করে দিবেন।
৩. এরপর off থেকে 24 hour অপশনে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিন। (আর যদি এই অপশন অন করতে চান তাহলে আবার off অপশন অন করলেই হবে।)
এই ফিচারটি আশা করি অনেকেই দেখেছেন ইতিমধ্য। তাও আমি এটা সম্পর্কে ছোট করে বলে দেই। আপনারা যখন কারো সাথে কথা বলবেন, তখন সে যদি ইংরেজি বাদে অন্য কোনো ভাষাতে কথা বলে, আর সেই ভাষা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে এই ফিচার ব্যবহার করে সেটাকে ইংলিশ এ ট্রান্সলেট করতে পারবেন।
এই ফিচার ব্যবহার করার জন্য, আপনারা যে মেসেজটা বুঝতে পারছেন না তার উপর ক্লিক করে ধরে রাখুন। এরপর নিচের মতো আসলে সেখান থেকে স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে দিন।
ব্যাস কাজ শেষ, দেখুন এটা হিন্দী থেকে ইংরেজিতে ট্র্যান্সলেট করে দিলো।
এই ছিলো মেসেঞ্জারের নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা। যারা জানতেন না আশা করি তাদের এটা কাজে লাগবে। আর যারা জানতেন তারা বলে যাবেন এই ফিচারগুলো এড হওয়াতে আপনাদের কি কি সুবিধা বা অসুবিধা হচ্ছে। আর হ্যাঁ মেসেঞ্জারে খুব শিঘ্রই নতুন একটি ফিচার এড হতে যাচ্ছে। যেটা সম্পর্কে ছোট করে বলে দেই।
মেসেঞ্জার থেকেই কয়েকদিন আগে একটা পপ আপ এসেছিলো যেখানে অফিসিয়াল ভাবে এনাউন্সমেন্ট করা হয়েছে যে এই ফিচারটি এড হবে। পপ আপটি নিচে দিয়ে দিচ্ছি।
এটা ঠিক কিভাবে কাজ করবে তা জানা যায় নি। তবে এটা সম্ভবত ফেসবুকের মেমোরি ফিচার এর মতোই কাজ করবে। এমন হতে পারে যে আমরা কোন দিন কোন ছবি কাকে পাঠিয়েছিলাম সেটার প্রতি বছর পূর্তিতে আমাদের আবার দেখানো হবে। এই ফিচারটি আসলে একটা সুবিধা হবে যে, যদি কোনো পুরানো ছবি ডিলিট হয়ে থাকে ফোন থেকে আর সেই ছবি ডিলিট হওয়ার আগে কাউকে মেসেঞ্জারে পাঠিয়ে থাকি আমরা তাহলে সেই ছবি হয়তো আবার ফেরত পেতে পারি আমরা এই ফিচারের মাধ্যমে। আশা করবো এমনটাই হবে।