আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?আশাকরি ভালো আছেন।আজকের পোস্ট শুরু করি।
আমরা প্রায় সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি।অনেকে অনেক এপ্স ব্যবহার করি কিন্তু অনেক সময় মেমোরি ফুল হয়ে যায়।কিন্তু এখন আর চিন্তা নেয় এবার থেকে যেকোনো এপ্স আপনার এক্সটারনাল মেমোরিতে নিয়ে যেতে পারবেন।
তাহলে শুরু করি:-
প্রথমে আপনার মোবাইলে এপিকে এডিটর টি ইন্সটল করে নিন।
তারপর স্কিনশট গুলো লক্ষ্য করুন:-
এখান থেকে আপনার এপ্স টা যেখানে আছে সেখানে যান।
এবার সেভ দেন।
এরকম হলে কাজ হয়ে গেছে।এবার যেই এপ্স এক্সটারনাল মেমোরিতে নেওয়ার জন্য এপিকে এডিটর দিয়ে এডিট করেছেন সেটি এখন আনইন্সটল করে দিন।
এবার ফাইল ম্যানেজারে জান তারপর স্ক্রিনশট লক্ষ্য করুন
প্রমান দেখুন
পোস্ট টা পডার জন্য ধন্যবাদ। ট্রিকবিডি এর সাথে থাকলে এরকম আরো পোস্ট পাবেন
but edit kore ki emn kora jabe je
….hard reset dileo sei app install deyai thakbe…??