ডাচ বাংলা ব্যাংক প্রেজেন্ট বিপিএল ২০২৫ আসর শুরু হতে যাচ্ছে আজ ৩১ ডিসেম্বর ২০২৪.
বিপিএল ২০২৫ আসরে সর্বমোট সাতটি দল অংশগ্রহণ করবে।
বিপিএলের এবারের আসরে থাকছে না বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া সর্ব মোট সাতটি দল অংশগ্রহণ করবে এই আসরে।
কিভাবে বিপিএল খেলা দেখবেন? প্রতি বছরই এই প্রশ্ন সবার মাথায় আসে। বিপিএল খেলা দেখার কিছু মাধ্যম আজ আপনাদের সাথে সেয়ার করছি। এগুলো ছাড়াও বহু অ্যাপ/ওয়েবসাইট আছে যা দিয়ে আপনারা পেইড / ফ্রিতে খেলা দেখতে পারবেন।
মূলত পেইড মাধ্যম গুলো হচ্ছে অফিশিয়াল এবং ফ্রি মাধ্যমগুলো আন অফিশিয়াল।
T sports ওয়েবসাইট বা অ্যাপ এর মাধ্যমে আপনারা অফিসিয়াল বিপিএল ২০২৫ ভোগ করতে পারবেন। তবে এটা আপনাদেরকে টি স্পোর্টস এর একটি সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। টি স্পোর্টসের মাধ্যমে সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে এবং আপনার নেটওয়ার্কের স্পিড অনুযায়ী বিভিন্ন রকমের কোয়ালিটিতে খেলা দেখতে পারবেন।
এবার আসছে Rabbithole BD এটিও T Sports এর মত অফিসিয়াল একটি মাধ্যম যার মাধ্যমে আপনারা বিপিএল ২০২৫ আসর উপভোগ করতে পারবেন। টি স্পোর্টস এর মত রেবিটহোলে প্রিমিয়াম প্যাকেজ এর মাধ্যমে আপনার বিপিএল উপভোগ করতে হবে। খেলার কোয়ালিটি এবং সকল ব্রডকাস্টিং সম্পূর্ণ সকল কিছু টিস্পোরসের মত।
rabbithole bd অফিশিয়াল সাইট লিংক https://www.rabbitholebd.com/
এবার আসি কিভাবে ফ্রিতে আপনারা আপনাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েডে বিপিএল ২০২৫ দেখতে পারবেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ক্রিকফাই(Cricfy TV) অ্যাপ সবচেয়ে ভালো পার্সেন্ট দেয় বলে আমি মনে করি। সম্পূর্ণ ফ্রিতে আপনার আপনাদের মোবাইল ফোনে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ভাষার কমেন্ট্রিতে বিপিএল খেলা উপভোগ করতে পারবেন।
তাদের অ্যাপের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে Cricfytv.live যা তাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। গুগলে সার্চ করে অন্য যেসন সাইট পাবেন সেগুলো অফিশিয়াল সাইট না।
আপনি অ্যান্ড্রয়েড ইউজার না হয়ে থাকলে ওয়েবসাইটের মাধ্যমে বিপিএল 2025 উপভোগ করতে চাইলে BDIX TV 247 খুবই ভালো মাধ্যম বলে আমি মনে করি। এই ওয়েব সাইটে বিভিন্ন রেজুলেশনের বিপিএল খেলার সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। কোনোরকম বিরক্তিকর পপ আপ বিজ্ঞাপনের ঝামেলাও নেই।
আশাকরি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
আমি মনে করি বিপিএল খেলা দেখার সবচেয়ে উত্তর উপায় হচ্ছে পরিবার বা বন্ধুদের সাথে টিভির পর্দায় দেখা বা মাঠে যেয়ে দেখা।
You must be logged in to post a comment.
Miya VPN connect kore rabbit hole er YouTube a dekhun jhamela na kore