কেমন আছেন সবাই? ট্রিকবিডি বন্ধুরা সবাই ভাল আছেন তো। সবাইকে শুভ কামনা জানিয়ে শুরু করছি এই অসাম পোস্ট টি আসা করি মজা পাবেন তাই পুরো পোস্টটি পড়ার অনুরোধ রইলো আগে একটা কথা বলে নেই, যদি দ্রুত ফ্রিজের বরফ সরাতে চান তাহলে কিছু লবন ছিটিয়ে দিন দেখবেন লবন নিজ দায়িত্বে গলে যাবে।
এই বরফ আর লবনের শত্রুতা কাজে লাগিয়ে কত কিই না করা যায়। চলুন দেখিঃ
ধরুন-
আপনাকে একটি বরফ এবং একটি সুতা দেয়া
হল। বরফটিকে সুতাটি দিয়ে ঝুলাতে হবে।
কিন্তু সুতা দিয়ে বরফটিকে বাঁধতে পারবেন
না। কি, ঝুলাতে পারবেন? অবাক হচ্ছেন
নাকি এটা ভেবে যে এটা কি করে সম্ভব?
হ্যাঁ, এটা আসলেই সম্ভব।
তাহলে বলি কিভাবে এটা করা সম্ভব। প্রথমে
যে সুতা দিয়ে বরফটিকে ঝুলাবেন, সেটিকে
পানিতে ভালো করে ভিজিয়ে নিন। এবার
বরফের টুকরাটিকে একটা পাত্রে নিয়ে
সুতাটির এক প্রান্তকে বরফের টুকরার মাঝ
বরাবর রাখি। এখন ধীরে ধীরে সুতা বরাবর
বরফের উপরে লবণ ছিটাতে থাকুন। ২-৩
মিনিট অপেক্ষা করার পরে দেখবেন সুতাটি
বরফটি আবার সুতাসহ জমে যাবে। এখন আপনি
সুতাটির অপর প্রান্ত ধরে বরফটিকে উপরে
উঠালে দেখবেন বরফটি সুতার সাহায্যে
ঝুলছে।
এখন ভাবছেন এটা কিভাবে হল? তাহলে চলুন,
এর কারণটা জেনে নিই।
এটা তো আমরা সকলেই জানি শূন্য ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত
হয়। এই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে
পানির ফ্রিজিং পয়েন্ট বলে।
পানির এই ফ্রিজিং পয়েন্টকে চাইলে কমিয়ে
শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে
নিয়ে আসা যায়।
উপরের ঠিক এই ধরণের ঘটনা
ঘটে। বরফের উপর সুতা রেখে তার উপরে লবণ
ছিটিয়ে দেয়ার ফলে পানির শূন্য
ডিগ্রি সেলসিয়াস থেকে কিছুটা কমে আসে।
ফলে বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
থাকলেও তা গলতে শুরু করে। যার ফলে সুতাটি
বরফের ভিতরে ঢুকতে থাকে। যখন লবণের
শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসে
এবং বরফ সুতার চারপাশে জমতে শুরু করে।
ফলে যখন বরফ জমাট বেঁধে যায়, তখন
সুতাটিকে উপরে তুললে বরফও সুতার সাথে
উপরে উঠে আসে এবং ঝুলতে থাকে।
বিজ্ঞান এক ধরণের জাদুর মত। আর বিজ্ঞানের
কিছু মজার প্রজেক্ট বিজ্ঞান শিক্ষার মাঝে
আনন্দ আর মজা নিয়ে আসে।
বাংলাদেসের অন্নতম অসাধারন একটি সাইট একবার দেখে আসুন ভাল লাগবেই NewTips25.Com
but I can’t Post
Help me??
#Reported
vai oder kam e egula bole lav nai nije to kichu korte e parena ar jara valo kichu manuske sikhate chai tader mon manosikota nosto kore dei..
ar ha ektu tv ar discovery/nat geo/etc channel deklei egula sikhe neya jay…..
r tahole to manus kono newspaper site visit kortona ora sobai tv channel e news dekto dekto!!!! kotha hisab kore bolba buccho????
<a href=http://Tipsall30.ML
প্রযুক্তির জ্ঞান এখন থাকবে সবার মাঝে,
রেজিস্ট্রেশন করলেই author দারুন সুযোগ