আসসালামু আলাইকুম

হাই ফ্রেন্ডস,কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন।

Trickbd.com সাথে থাকলে সবাই ভালো থাকে।

আমি আপনাদের মাঝে নতুন যানিনা আমার পোস্ট আপনাদের কেমন লাগবে, তবুও আসা করি আমার পোস্ট আপনাদের ভাল লাগবে।
আমি বেশি কথা বলবনা চলুন কাজের কথায় যাই।

প্রথমে নিছে থেকে ফাইল গুলু নামিয়ে নিন

App Download Link: Kinemaster Full No Watermark Size (37.62 mb)

Download Link: Video Layer xml File (5.72 kb)

App Download Link: Root Explorer full Version (3.05 mb)

এখন উপভোগ করতে থাকুন Kinemaster no watermark

তো এখন দেখুন কিভাবে ভিডিও লেয়ার অ্যাড করবেন।

যে ফাইল গুলি দিছি সেগুলি নামিয়ে নিন
তারপর নিছেন SS দেখুন আর সে অনুযায়ী কাজ করুন।

প্রথমে আপনার ফোনে Kinemaster app টি ডাউনলোড করে ইনস্টল দিন।

Kinemaster ছাড়াও যে দুটি ফাইল দিছি সেটি ডাউনলোড করে নিন।

প্রথমে Kinemaster ও Xml file আপনার মেমরি কাডের ভিতর ডাউনলোড ফোল্ডারে রাখুন যদি ডাউনলোড ফোল্ডার না থাকে তাহলে ডাউনলোড ফোল্ডার করে নিবেন।
নিছে SS দেখুন।

তারপর Kinemaster ওপেন করুন।

নিছে ss দেখুন কোন ভিডিও লেয়ার নেই শুধু image দেয়া আছে।

তারপর Root expolar অ্যাপটি ওপেন করুন।

তারপর অ্যাপ ওপেন করার পর দেখুন Data লেখা আছে সেখানে ক্লিক করুন।

আবার নিচের দিকে দেখুন Data লেখা আছে সেখানে ক্লিক করুন।

আবার একেবারে নিচের দিকে দেখুন আপনি যে ডাউনলোড ফোল্ডারে kinemaster xml ফাইল রাখছেন সেটা সু করতেছে এরকম ভাবে com.nexstreaming.app.kinemasterfree_preferences.xml সেখানে ক্লিক করুন।

তারপর আবার Shared-pref এরকম লেখা আছে সেখানে ক্লিক করুন।
নিছের ss মতন

তারপর Download লেখায় ক্লিক করুন।

তারপর kinemaster xml ফাইল টি চাপ দিয়ে দরে কপি করেন।
নিছের ss দেখুন।

তারপর আবার Shared-preaf চলে যান।

তারপর নিছের SS দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর নিছের SS দেখানো মতন আসবে আপনারা Yes দিবেন।

তারপর আপনার Kinemaster অ্যাপ টি ওপেন করেন আর দেখেন ভিডিও লেয়ার অ্যাড হয়েছে।
নিছের SS দেখুন।

ভাইয়া আসা করছি পোস্টটি আপনাদের উপকারে আসবে জারা মোবাইল দিয়ে ইউটিউব কাজ করে তাদের বেশি দরকার এই অ্যাপ।

যদি আপনাদের কোনো বুজতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি Rasel Mahmud বুঝিয়ে দেয়ার জন্য চেস্টা করব অথবা ফেসবুকে একটা মেসেজ দিতে পারেন আমি আপনাদের ডাকে সারা দিবো সবসময়।

যদি আপনাদের পোস্টটি ভাল লাগে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব একটা ভাল কমেন্ট করবেন।
আমি নতুন Author হয়তো সাজিয়ে গুছিয়ে লেখতে পারিনি এজন্য আমাকে ক্ষমা করবেন।
ধন্যবাদ সবাইকে


আমার ফেসবুক আইডি: Facebook

One thought on "Kinemaster No Watermark অ্যাপ ডাউনলোড করুন তার সাথে দেখে নিন কিভাবে ভিডিও লেয়ার অ্যাড করবেন।"

  1. Tareq99z Contributor says:
    দারুন।

Leave a Reply