“আসসালামু আলাইকুম ”
সবাই কেমন আছেন?? এর আগেও এই অ্যাপ নিয়ে একটা পোস্ট করেছিলাম।। সেই সময় এই অ্যাপ এর পরিচিতি তুলে দরেছিলাম। আজ এই অ্যাপ এর কিছু ফিচারিটি সম্পর্কে আলোচনা করব।
বাংলাদেশ এর এক তরুন আবিষ্কার করেছে। যা বাংলাদেশ এর প্রথম কোন ইন্টারনেট ফ্রি কলিং Apps। যার ফিচারিটি অসাধারণ। যা ২০ জুন ২০১৭ সালে গুগল play store সবার জন্য উন্মুক্ত করে, বাংলাদেশ এর কোন প্রবাসী যে সংযুক্তা আরব আমিরাত এ বাস করে এই apps টি ডেবলোভ করেছে।
যা আমি আগেই আপনাদের জানিয়েছি।
এই অ্যাপ এ রয়েছে অনেক মজার মজার ফেচারেটি। উপভোগ করতে চাইলে আগে এই অ্যাপ টা আপনার মোবাইলে ইনিস্টল দিতে হবে।
প্রথমে আপনাকে যা করতে হবে তা হল। গুগল play store গিয়ে NILU নাম লিখে সার্চ করতে হবে।
অথবা ডাইরেক্ট download link(17Mb)
এই বার এই অ্যাপ এ ভিডিও মেসেজ শেয়ারিং অপশন চালু করা হয়েছে। যা মাধ্যমে আপনি খুব সহজে ভিডিও ক্লিপ এর এর মাধ্যমে আপনার রিয়ক্ট গুলা শেয়ার করতে পারবেন। নিচের মত।
তা ছাড়া রয়েছে গ্রুপ মেসেস সিস্টেম। যা মাধ্যামে আপনি আপনার সকল ফ্রেন্ড দের নিজের গুরুত্বপূর্ণ তথ্য আদানপাদান করতে পারবেন,।
এতে রয়েছে ফ্রি কলিং ব্যাবস্ত্যা। ৯০% ডাটা সেভিং ফ্রিতে কল করতে পারবেন। ডাটা খরচ অনেক কম। ১ এমবি দিয়ে আপনি ৬-৭ মিনিট কথা বলতে পারবেন।
এতে রয়েছে হাজার হাজার স্টিকার পাঠানোর সিস্টেম। যার মাধ্যামে আপনার ঢং ভঙ্গি প্রকাশ করতে পারবেন।
যদি এই সব ফিচারেটি ব্যাবহার করতে চান তা হলে আপনারা অবশ্যয় এই apps টা একবার হলেও ব্যাবহার করে দেখুন।
কোন সমস্যা হলে এই apps ডেভলোপার কে জানা। তার ফেসবুক account…..
Habib Asif অথবা
NILU social messenger
তারপরও Thanks