হেলো বন্ধুরা কেমন আছো! আশা করি ভালো।
আজকে আমরা দেখবো কিভাবে খুব সহজে একটি ইংলিশ শব্দের অর্থ বের করবো।
তাহলে মূল কথায় আসি।
আমরা যখন ইংলিশ কোনো পোস্ট পড়ি বা ব্লগ পড়ি। তখন কিছু কঠিন শব্দের অর্থ আমাদের জানা থাকে নাহ।
এজন্য আমাদের ডিকশনারি দেখা লাগে। কিন্তু এটা করতে গেলে আমাদের সময় নষ্ট হয়। অনেকেই এড়িয়ে যায়। এতে সহজে আমাদের বুঝতে পারি নাহ পোস্টে কি বলতে চাচ্ছে।
এখন আমরা দেখবো, পোস্ট পড়ার মাঝে কোনো কঠিন শব্দ আসলে কিভাবে সেটাকে বাংলায় ট্রান্সলেট করবো কোনো ঝামেলা ছাড়াই।
শুধু শব্দ টা কপি করবো আর অর্থ টা আমাদের কাছে চলে আসবে। কোনো এপ আলাদা করে ওপেন করতে হবে নাহ।
যা যা করতে হবে
একটা এপ লাগবে
Name : U dictionary
Download Link: Download
ডাউনলোড করে ইন্সটল করার পর এপ ওপেন করুন
তারপর নিচের মত ভাষা সিলেক্ট করুন
>>এবার সেটিংস এ যান (ওপরে মেনু থেকে)
নিচের মত সব অপশন চালু করুন (সব গুলা)
এবার দেখুন ম্যাজিক। কোনো একটা ব্রাউজার এ গিয়ে ইংলিশ কোনো লেখা ওপেন করুন। কোনো একটা ইংলিশ শব্দ কে সিলেক্ট করে শুধু কপি করুন।
দেখুন নিচের মত বাংলা অর্থ চলে আসবে।
আজকে এখানেই শেষ।
যাদের বুঝতে প্রব্লেম হয় তারা এই ভিডিও টিউটোরিয়াল টি দেখুন।
যেকোনো ইংলিশ অর্থ জানুন মূহুর্তে (how to translate English in 5 seconds
সবাইকে ধন্যবাদ। নেক্সট কোন বিষয় নিয়ে পোস্ট করবো কমেন্টে জানাতে পারেন।
(কেউ ফেসবুকে এড দিতে চাইলে মেসেজ দিবেন প্লিজ। না হলে অজ্ঞাতনামা বলে রিকু একচেপ্ট করবো নাহ।)
টাটা ✌✌✌
10 thoughts on "মাত্র ৫ সেকেন্ড এ যেকোনো ইংলিশ এর অর্থ বের করুন (ইংলিশ এর দূর্বলতা কাটান)"