বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।
আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে আল্লাহ রহমত দান করুক।
আমার ৩০ তম পোস্ট এ শুভেচ্ছা। ভুল হবেনা আশা করছি।ভুল হলে জানাবেন।ইনশাআল্লাহ সমাধান দিবো।।
আপনি যদি এই পোস্ট জানেন তবে অনায়াসে পড়তে পারেন কিন্তু দয়া করে, অন্তত বাজে কমেন্ট করবেন না প্লিজ।
এডমিন ভাইও বলে –
জানলে জানাও,
না জানলে জানো।
তাই খারাপ কমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।
ফ্রিনেট যারা যারা পোস্ট করেছেন তাদের সবাইকে আমার সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।।
টিউনাররা তো প্রমান ছাড়া ফ্রিনেট পোস্ট করে না।
তবুও না চললে তাদের কি দোষ।তারা আপনার দেয়া চাকরি করে না যে কাজ ঠিক মতো না হলে বকাঝকা করবেন।আশা করি সবাই বুঝবেন।আমিও সব টিউনার দের মধ্যেই পরি।যদি আপনার না চলে তাহলে দয়া করে গালি গালাজ করবেন না।ট্রিকবিডি জিপি ফ্রিনেট ক্যাটাগরি তে সমাধান না পেলে,আমাদের কাছে আপাতত নতুন সমাধান নেই।সমাধান পেলে সরাসরি আমরা পোস্ট করবো।
আমার কয়েকদিন আগেও চলতো না।১০-১৫ দিন সিম দিয়ে নেট কানেকশন অফ রাখার পরে চেষ্টা করে দেখি সব ফ্রি নেট এপ দিয়েই ফ্রি নেট চলে।
################################
kpnTunnel/Http injector এপ গুলো খুবই ভালো স্পিড দেয়।তবুও কনফিগ বানাতে/সেট আপ করতে গিয়ে ঝামেলা হয়।অনেকে আবার আজকে সার্ভারের প্রব্লেম এর মুখোমুখি হয়েছি।
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারন আজকে পোস্ট লেখা+স্কিনশট দিয়ে পোস্ট করার মত সময় নেই।তাই ভিডিও আপ্লোড দিয়েছি।
যেভাবে খুব সহজেই নিজে নিজে কনফিগ বানাবেন,সবাই ট্রাই করুন পারবেন
#############বোনাসঃ-
আমি কয়েকটা কনফিগ বানিয়ে ডাউনলোড লিন্ক দিয়ে দিচ্ছি।অনেকগুলা ডিরেক্ট লিন্ক একসাথে পোস্টে দেয়া যায়না। আপ্নারা কষ্ট করে লিন্ক কপি করে ডাউনলোড করে নিয়েন।ডাউনলোডে কোন এডের ঝামেলা নেই।সব ব্রাউজার দিয়ে হবে।
Direct link:-
http://www87.zippyshare.com/v/AOLOFVQc/file.html
http://www87.zippyshare.com/v/2RoHTmqW/file.html
http://www87.zippyshare.com/v/rIXBJHZK/file.html
http://www87.zippyshare.com/v/So5gmQWz/file.html
http://www87.zippyshare.com/v/5NRlzm08/file.html
কনফিগের মেয়াদ আগস্ট ১৩-১৫।
Sponsored by BDTipsTube
তবুও যদি সেটাপ দিয়ে দিতে সমস্যা হয় সমাধান (ভিডিও) এখানে
উপকৃত হলে BdTips Tube চ্যানেলে সাবস্ক্রাইব করবেন
এছাড়াও যোগাযোগ,
MD Moshiur Hossain Piyas
Stoo diye abr start din.thik e colbe.sob gulai try kre dkhe porei up dsi
একবার কানেক্ট দিয়ে কানেক্ট না পেলে এইটা কেন ভাবেন যে কাজ করেনা।প্রথমে এমনভাবে বলছেন যেনো একটাও কাজ করেনা।
অনেকেরই, আমারও, এমনকি প্রায় সবারই প্রথমবার কানেক্ট হয় না।পরে stop দিয়ে আবার startদিলে ঠিকই হয়ে যায়।প্রতিটা কনফিগই পরিক্ষিত।
আর আমার কোম্পানির সার্ভার না যে স্পীড হঠাৎ এর জন্য আমি দায়ি।আমি যতদিন চালাইছি ভালই।এখনও আল হামদুলিআল্লাহ ভাল স্পীড।
মেসেজে অন্য কেউ কেউ বলতেছে সেই স্পীড,এখানে কেউ বলছে নরমাল, আবার আপনারা বলছেন চলেইনা
সব গুলা ট্রাই করে,ব্যাপারটা বুঝে তারপর প্রথম কমেন্ট করার দরকার ছিলো ভাই।ভুল হলে মাফ করবেন।আল্লাহ হাফিজ।
আস সালামু আলাইকুম
হয়তো তাদের সার্ভারে প্রব্লেম।
Skyssh,com
Fullssh,com থেকে
কনফিগ তৈরি করে নেন ভাই।