আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন
নিশ্চয় ভালো আছেন , আর ভালো থাকারই ত কথা Trickbd.Com এর সাথে থাকলে সবাই ভালোই থাকে!

নীতি বিরুদ্ধ কনটেন্ট পোস্ট করায় ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান গোড্যাডি থেকে একটি ওয়েবসাইট সরিয়ে নিতে বলেছে কর্তৃপক্ষ। ‘দ্য ডেইলি স্টমার’ নামক সাইটটি সরিয়ে নিতে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছে গোড্যাডি।

ভার্জিনিয়ায় বিক্ষোভে এক মহিলা নিহত হবার পর কিছু কনটেন্ট পোস্টের ঘটনায় যুক্তরাষ্ট্রের ওই নিও-নাজি মতবাদী সাইটটি সরিয়ে নিতে বলেছে গোড্যাডি।
‘দ্য ডেইলি স্টমার’ সাইটটি নিহত হেইদার হেয়ার নামের মহিলা সম্পর্কে অনেক ঘৃণামূলক বক্তব্য পোস্ট করে। যা গোড্যাডির নীতিমালা বিরুদ্ধ। ভার্জিনিয়ায় বিক্ষোভ চলাকালে একটি কার বিক্ষোভকারীদের উপর হামলা চালালে ওই মহিলা নিহত হন। একই সঙ্গে বেশ কয়েকজন আহত হন বলেও জানা গেছে।
ওয়েব হোস্টিং সার্ভিসদাতা গোড্যাডি জানায়, স্টোমার ওয়েবসাইটটি তাদের নীতি ভঙ্গ করেছে।

এক টুইট বার্তায় গোড্যাডি জানিয়েছে, আমরা ‘দ্য ডেইলি স্টমার’কে ২৪ ঘণ্টার সময় দিয়েছি সাইটটি অন্য কোথাও সরিয়ে নিতে। কারণ তারা আমাদের নীতিমালা ভঙ্গ করেছে।
যদি এই সময়ের মধ্যে স্টোমার অন্যত্র সরিয়ে নেওয়া না হয় তবে সাইটটি বন্ধ করে দিতে বাধ্য হবে গোড্যাডি।
শ্বেতাঙ্গদের দ্বারা পরিচালিত ওই সাইটটি সরিয়ে নিতে গোড্যাডি ফোনকলও করে।
এরই মধ্যে গোড্যাডিকে বিভিন্ন স্থান থেকে ফোন করে অনুরোধ জানানো হয়েছে যে, তারা যেনো সাইটটি বন্ধ করে দেন। কিন্তু তারা সাইটটিকে নোটিশ করে নীতি ভঙ্গের বিষয়টি জানিয়েছে।

সৌজন্যঃ-NewTips25.Com

2 thoughts on "এবার আইন ভঙ্গ করায় একটি ওয়েবসাইটকে সরাতে বলেছে গোড্যাডি এডমিন। দেখুন বিস্তারিত…….."

  1. shakibjoy.blogspot.com Author says:
    নিউজ কপি করে দিলেন?
  2. OMAR SHARIF Author says:
    নিউজ কপি হবেই,,,কিন্ত সৌজন্য দেয়া ফালতু

Leave a Reply