হ্যালো ভিউয়ার্স 🙂
কেমন আছেন আপনারা?? আশা কি ভালোই আছেন 🙂
কারণ ট্রিকবিডি এর সাথে থাকলে সবাই ভালোই থাকে 🙂
আজকে আপনাদের সাথে বাজেট কিলার বেষ্ট ফোন গুলো শেয়ার করতে যাচ্ছি 🙂
আপনার বাজেট অনুযায়ী সেরা ফোনটি নিয়ে নিন নির্দিধায় 🙂
তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক 🙂 তবে হ্যাঁ, শাওমি যদি আপনার অপছন্দের হয়, তবে পোষ্টটি আপনার জন্য নয় :/ তবুও পড়ে দেখতে পারেন আমার পুরো পোষ্টটি 🙂
—-
———৪-৪.৫কে———-
আপনার বাজেট যদি চার থেকে সাড়ে চার হাজার হয়, তবে নিয়ে নিন লাভা ৬০৫ 🙂 গ্রামিণফোন থেকে ফোনটি দেওয়াও আপনি ফোনটির সাথো পাবেন ১২জিবি পর্যন্ত ইন্টারনেট 🙂
–
–
–
———৪.৫-৫কে———
আপনার বাজেট যদি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়, তবে নিয়ে নিন সিম্ফনি ভি৭৫ 🙂 ফোনটি দেখতে অসাম, তেমনি ফিচার গুলোও দারুণ 🙂
——– ৫-৭কে———-
এই বাজেটের মধ্যে আপনি নিচের ফোনগুলোর মধ্যে থেকে একটা নিয়ে নেন নিশ্চিন্তে 🙂
:— সিম্ফনি আর ২০ —- ৬কে এর আশেপাশে 🙂
:— সিম্ফনি আই ১০ (২/১৬)—৭কে এর আশেপাশেই 🙂
–
–
–
আপনার বাজেট ৭কে উপরে?? এটাই হওয়া স্বাভাবিক 🙂 কম দামে বেশী ফিচার, দেখতে পার্ফেক্ট এবং র্যাম-রম ও অনেক বেশী এমন ফোন খুঁজে থাকলে ৮.৫কে দিয়ে নিয়ে নিন শাওমি রেডমি ৪এ 🙂
ফোনটি যদি অফিশিয়াল মি-স্টোর নামধারী ডাকাতদের থেকে কিনতে যান, তাহলে দাম নিবে ১০কে, তাই আমি সাজেষ্ট করবো ঢাকা বসুন্ধরা সিটি এর KRY International থেকে নিবেন 🙂
–
–
–
——- বাজেট ১০-১১হাজার টাকা——- 😛
১০কে বাজেটের ফোনের কথা বলতে গেলে বলতেই হয় রেডমি ৪এক্সের কথা 🙂 কারণ শাওমি কোন কিছুতেই কমতি রাখেনি এই ফোনটিতে। কিন্তু যদি এটি মি-স্টোর নামধারী ডাকাতদের থেকে নিতে যান, তাহলে দাম নিবে ১৩হাজর টাকা 🙂
কোথা থেকে ফোন কিনলে বেষ্ট হবে, এবং কেন দামের এই পার্থক্য সেটা লিখবো পোষ্টের একদম শেষে 🙂
–
———বাজেট ১৩ হাজার টাকা——–
আপনার বাজেট ১৩ হাজার টাকা?? :O তাহলে বাংলাদেশের জাতীয় ফোনটি অপেক্ষা করছে আপনার জন্য 🙂 নিয়ে নিন শাওমি রেডমি নোট ৪এক্স চোখ বন্ধ করে 🙂 ফোনটি কেনার পর আমাকে আর ট্রিকবিডি কে মনে রাখবেন, তাই হবে 🙂
নোট ৪এক্স ফোনটি মি-স্টোর থেকে নিলে দাম রাখবে ১৮.৫কে 😛 কি দরকার ভাই এতগুলা টাকা জ্বলে ফেলানোর?? যদি টাকা পানিতে না ফেলতে চান, তাইলে আমার সম্পুর্ন পোষ্ট টি অবশ্যই পড়তে হবে 🙂
–
–
–
———১৬-১৮কে বাজেট? ——–
১৬-১৮কে বাজেট হলে নিয়ে নিন শাওমি রেডমি নোট ৪ (৪/৬৪) B-) জোস্ একটা ফোন 🙂 কোন দিকে না তাকিয়ে নিয়ে নিতে পারেন ফোনটি 🙂
——- ২০ হাজার টাকা বাজেট?? ——
আপনার বাজেট ২০ হাজার টাকা হলে শাওমি এর নতুন ফোন মি৫এক্স দেখতে পারেন 🙂 (৩/৬৪) :O
কিন্তু আমি সাজেষ্ট করবো মি৫ নিতে 🙂 এর মধ্য থেকে একটা নিয়ে নিন 🙂
–
–
–
সামনের পোষ্ট লিখবো ২১-৫০কে বাজেটের ফোনগুলো নিয়ে, যদি আপনারা অনুমতি দেন 🙂
———★★★——–
মি-স্টোর থেকে ফোন কিনলে আমি পাবেন ১বছরের পার্টস ওয়ারেন্টি, যেখানে আপনি সাধারণ শপ গুলো থেকে পাবেন ২বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে ১মাসের পার্টস ওয়ারেন্টি :O
১ বছরের পার্টস ওয়ারেন্টির কোন প্রয়োজন আছে বলে আমি মনে করিনা 🙂 বাকিটা আপনার ইচ্ছা 🙂 🙂
–
–
–
——–কোথা থেকে কিনলে অরিজিনাল ফোন পাবো??——–
আপনি যদি শাওমি অরিজিনাল ফোন নিতে চান মি-ষ্টোর ছাড়া, তবে আপনাকে আমি সাজেষ্ট করবো KRY International থেকে নেওয়ার জন্য, কারণ এটি অনেক ভালো এবং ট্রাষ্টেড শপ 🙂
আপনার বাসা যেখানেই হোক, কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন ফোনটি 🙂
আপনি চাইলে অন্য শপ থেকেও নিতে পারেন, কিন্তু একটু যাচাই করে নিবেন 🙂
আর KRY International থেকে নিলে, যাচাই না করে নিলেও প্রবলেম নাই 🙂
————————-
যে কোন প্রয়োজনে KRY International এর Owner কামরুল ভাইয়ের সাথে কথা বলতে পারেন 🙂
—-
ফোন নাম্বার :- 01754545044
–
–
শপ এড্রেস:- KRY International
Bashundhara City Shopping Mall,
Block:C, Level:5, Shop:42
Panthapath, Dhaka
N.B. আমি দোকানটি সাজেষ্ট করতেছি, কারণ আমার ফোনটি এখান থেকেই কেনা, আর উনার আফটার সেল সার্ভিস বেষ্ট। আপনি চাইলে অন্য দোকান থেকেও নিতে পারেন 🙂
থ্যাংকস এত কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য 🙂
আমার লেখার চেয়েও বেশী কষ্ট হয়েছে হয়তো আপনার পড়তে 🙂
যাই হোক, ভালো থাকবেন, আর ভুল
হলে তুলে ধরবেন 🙂
আর অবশ্য- অবশ্যই আমার জন্য দোয়া করবেন 🙂
মজা পায়ছি। বড় বড় High Quality Game খেলেছি কোন Lag ছাড়া। এটার Ram 1gb rom 8gb ফোন হিসেবে দামও পারফেক্ট। দাম ৬৯৯৯ কিন্তু নকল থেকে সাবধান।
এটাকে পোষ্ট মনে হয়না?? ???
শাওমি এর মত এত কিছু আর দেয় কে
শাওমি কিনে নেন আপনিও, আর চলে আসুন শাওমি পরিবারে 🙂
Vul ta dhoriye dewar jnne ??
Updated
Eid offer e nichilam
Redmi 5A te ki OTG ase? Pls keo janle janaben