জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে পণ্যের গুণগত মানের চেয়ে জরুরি আর কিছুই হতে পারে না। শাওমি (Xiaomi) ব্র্যান্ডের যেকোনো ফোনের ক্ষেত্রেই তাই এ বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আসছে এই প্রতিষ্ঠানটি।
বর্তমান বাজারে হাজার রকম ব্র্যান্ড ও মডেলের মোবাইলের মধ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শাওমি নিয়ে এসেছে Xiaomi Redmi 4x। যার মধ্যে রয়েছে কম মূল্যে ভালো সব ফিচার। Redmi 4x-এর সব থেকে বেশি চোখে পড়ার মতো দিকগুলোর মধ্যে রয়েছে ৪১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। দীর্ঘক্ষণ চার্জ থাকার ব্যাপারে Redmi 4x মোবাইলটিতে পুরোপুরি আত্মবিশ্বাসী এই প্রতিষ্ঠানটি।
১৫ হাজার ৯৯০ টাকা মূল্যের এই মোবাইল ফোনের মধ্যে যে সুবিধাগুলো রয়েছে তা নিচে দেওয়া হলো :
- ৫.৫ ইঞ্চি ডিসপ্লে
- ৪১০০ এমএএইচ ব্যাটারি
- র্যাম ৪ জিবি
- রোম ৬৪ জিবি
- ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে
- 3G ও 4G সুবিধা
5.5 na,,,,,