username হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি আইডির সাথে আরেক টা আইডির মিলন করা।
আপনার আইডির ঠিকানা বললেও চলে।
যেমন :
আপনি ফেজবুক use করেন। আপনার friend
ও ফেজবুক use করে। কিন্তু আপনি আপনার বন্ধুর আইডিটা সার্চ করে পাচ্ছেন না।যদি আপনি আপনার আইডিতে user name সেট করা থাকে।
তাহলে মেসেজ এর ভেতর আপনার আইডির ঠিকানা টা দিয়ে দিলেন।আপনার বন্ধু মেসেজ এ গিয়ে ঠিকানা টায় চাপ দিয়ে আপনার সাথে যোগাযোগ করল?।
>
যেভাবে username সেট করবেন?
আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুব সহজে সেট করতে পারেন।
প্রথমে মেসেঞ্জার অপেন করুন >সেটিং বাটন এ চাপ দিন>username এ চাপদিন> আপনার নাম বা username টি লিখুন।
যদি username টি অন্য কেউ ব্যবহার না করে থাকে তাহলেই সেট করতে পারবেন আর যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনি সেট করতে পারবেন না।
এছাড়াও এই লিংকে চাপ দিয়ে আপনার আইডির username টি সেট করতে পারেন।
এই রকম আরো পোষ্ট পেতে ঘুরে আসুন এই সাইট থেকে।
9 thoughts on "ফেসবুক ইউজার নেম কি?ফেসবুক ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে"