⇒আসসালামুআলাইকুম ,ট্রিকবিডির সব কন্ট্রিবিউটর ও অথোরদেরকে।সবাই ভালো আছেন আশা করি।ট্রিকবিডিতে আমার ২য় পোষ্ট এটা গত পোষ্টে একটি মুভির রিভিউ দিয়েছিলাম আজকে একটা এপসের রিভিউ দিবো।
নিয়মমাপিক আজকে ও আমি পোষ্ট লিখতে আমি যে এপসের রিভিউ করবো প্রথমে তার নাম ও কাজ, কিভাবে কাজ করে উপকারিতা ও সবশেষে ডাউনলোড লিংক দিবো। এপসের স্কিনশট ও থাকবে সাথে তাহলে শুরু করি আজকের এপস রিভিউ।
মূলত আমি যে এপসের রিভিউ লিখবো তার সম্পর্কে অনেকে হয়ত জানেন। আমি যারা জানেন না তাদের জন্য পোষ্ট করছি।যাই হোক আগে একটা ঘটনা বলি….
আমার ফ্রেন্ড নাহিদের শখের স্মার্টফোনটি আছাড় খেয়ে টাচ ভেঙে যায় বেচারার কাছে টাকার সমস্যা থাকায় তৎক্ষণাত টাচ চেন্জ করতে পারেনি তখন ও আর মোবাইলটি চালানো অফ কইরা সুইচওয়ালা ফোন চালানো শুরু করল।ওর মোবাইলের শুধু উপরের ও নিচের কিছু অংশনকাজ করত না। এতে করে সে নটিফিকশ বার টানতে পারতো না বা হোম ব্যাক বাটন কাজ করত না।শেষে আমি তার কথা চিন্তা করে মোবাইলের টাচ রেজুলিশন কম করলাম এতে কাজ করলননা কারণ ফোনটি ছোট ছিল।যাই হোক অনেক খোঁজাখুঁজি করে একটা এপস পেলাম যার নাম হল Touch Pointer Pro এই এপস চালু করলে একটি রিমুবাল মাউস প্যাড ভেসে থাকে স্কিনে এবং পয়েন্টার টিকে নাড়িয়ে ইচ্ছেমত জায়গায় ক্লিক করা,সুইপ করা, জুম করা,ডাবল ট্যাপ ইত্যাদি সব করা সম্ভব হল।এতে করে সে যে জায়গায় টাচে কাজ করে না ওখানে ও কাজ করাতে পারলো।
আশা করি বুঝতে পেরেছেন এপসটার কাজ কি, আমি ঘটনাটিতে এপসের কিছু কাজ বললাম এখন সিরিয়ালি সব গুলো উপকারীতা বলছি….
- মোবাইলের কিছু অংশ কাজ না করলে এই মাউস প্যাড ইউজ করে সম্পূর্ণ মোবাইলে কাজ করতে পারবেন
- যদি ট্যাব চালান তাহলে মাউস প্যাড টির মাধ্যমে খুব সহজে এক হাতে ট্যাব চালাতে পারবন
- মাল্টিটাস্কিং করতে পারবেন ইজিলি
- ফোনের সব অংশে খুব দ্রুত ক্লিক করতে পারবেন
কিভাবে এপসটা সেট করবেন….
প্রথমত এপসটি ডাউনলোড করবেন নিচের দেওয়া লিংক থেকে
তারপর ওপেন করলে এরকম দেখতে পাবেন
Turn On বাটনে ক্লিক করে এক্টিভ করবেন Panel এ ক্লিক করে নিজের ইচ্ছেমত সেটিংস করুন কালার,ট্রান্সপারেসি ও যা যা আপনার ইচ্ছে Sounds setting এ আপনার ইচ্ছেমত সেটিং করুন।
ডাউনলোড জোন…. এপসডাউনলোড লিংক: http://dl.apkhere.com/down.do/com.jkhddev.mouemu_1.4.9_free(এড ফ্রি ডাইরেক্ট লিংক) অপশনাল লিংক: এখানে ক্লিক করুন (উপরের টা কাজ না করলে এখানে) পরিশেষে বলতে চাই চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু দিতে পেরেছি কিনা জানি না,আপনাদের মুল্যবান মতামত দিবেন আশা করি। অতি শীঘ্রই লিখবো বুকস রিভিউ আশা করি আপনারা থাকবেন সম্ভাব্য বইয়ের নাম হল সেই ইউ সেন, এখন পড়ছি পড়া শেষ হলেই রিভিউ লিখবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন।১ম পোষ্টে মুভির রিভিউ দিবো বলছি ওটা দেরি হবে কারণ আমি মুভিটা দেখবো। ধন্যবাদ সকলকে……ম