আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন,খারাপ থাকবেন ই বা কেন, কারন আপনি আছেন ট্রিকবিডির সাথে।থাক আর কথা বাড়াব না,মূল পোষ্টে আসি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের কম্পিউটার অতি সহজে পেন ড্রাইভ দিয়ে লক অথবা আনলক করবেন।
[একদম হ্যাকার স্টাইলে]
আপনার অনেক সময় এই সিস্টেম টা অনেক মুভিতে দেখে থাকবেন।


তো এর আগে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
নিচের লিংক থেকে ডাউনলোড দিন↓↓

এটি যাদের Windows 64 বিট তাদের জন্য→
Download Predator Professional Edition for 64-bit Windows

এটি যাদের Windows 32 বিট তাদের জন্য→

Download Predator Professional Edition for 32-bit Windows

তো ডাউনলোড দেওয়া হয়ে গেলে ইন্সটল করুন।তারপর নিচের চিত্রের মত আপনাকে Password দিতে বলবে।


তারপর Password দিয়ে Ok ক্লিক করবেন।
মনে রাখবেন Password দেওয়ার সময় অবশ্যই পেন ড্রাইভ পিসির সাথে কানেক্ট রাখবেন নিচের চিত্রের মত↓

এখন আপনার পিসি পেন ড্রাইভ থেকে লক বা আনলক হওয়ার জন্য প্রস্তত।
এখন যদি আপনি আপনার পেন ড্রাইভ পিসি থেকে খুলে ফেলেন তাহলে পিসি ৩০ সেকেন্ডের মধ্যে অটোমেটিক লক হয়ে যাবে। ঠিক নিচের চিত্রের মত↓

আপনি চাইলে নিজের ইচ্ছা মত সেটিং করে নিতে পারেন। নিচের চিত্রের মত↓

যখন পেন ড্রাইভ খুলে ফেলবেন আপনি যদি আপনার কাংখিত password দিতে ব্যথ হন তাহলে নিচের চিত্রের মত দেখাবে। ↓

এতে ভয় পাবেন না, পেন ড্রাইভ আবার কানেক্ট করলেই সমস্যা সমাধান হবে।

আজকে এখানে ই শেষ করলাম। কোন কিছু না বুঝলে কমেন্ট করেন।
আর ট্রিকবিডির সাথেই থাকেন।
ধন্যবাদ।

11 thoughts on "এখন থেকে আপনার কম্পিউটার লক বা আনলক করুন পেনড্রাইভ দিয়ে। [একদম হ্যাকার স্টাইল]"

  1. SOHAN ALI Author says:
    Nice but asob kora thik na karor hacker ra amon sob grafix kore genaral people der pc accece ney
    Device lock korai uttom
  2. AL Author Post Creator says:
    Thanks For Comment.
  3. ?ⓙⓐⓚⓐⓡⓘⓐ Contributor says:
    ভাল পোস্ট/আশা করি আরোও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন
    1. AL Author Post Creator says:
      ধন্যবাদ,ভাই।
      দোয়া করবেন যেন এই রকম পোষ্ট নিয়ে আপনাদের মাঝে আবার আসতে পারি
  4. Rakibulislam Contributor says:
    দারুন?এরকম আরো পোষ্ট চাই?
  5. AL Author Post Creator says:
    ধন্যবাদ, ভাই
  6. TOUHID SARKER Contributor says:
    Nice post.thanks brother!
  7. mdmamunrahman5@ Contributor says:
    অসাধারন kintu.jodi pen drive হারিয়ে যায় তা হলে কিভাবে লক খুলব
  8. AL Author Post Creator says:
    আপনি প্রথমে যেই Password দিয়েছেন। ৩০ সেকেন্ডের মধ্যে অই Password দিলেই খুলে যাবে।

Leave a Reply