‘পপকর্ন কার্নিভাল’ নামে ছড়ানো হচ্ছে আত্মহত্যায় প্ররোচিত করার জন্য বিশ্বব্যাপী আলোচিত গেম ‘ব্লু হোয়েল’ এর লিঙ্ক। ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে একটি নম্বর থেকে এই লিঙ্ক ছড়ানো হচ্ছে বলে দাবি করছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।
অনেকেই দাবি করেন, উপরোক্ত নম্বরটি থেকে প্রথমে ফোন করে কিংবা ‘পপকর্ন কার্নিভাল’ নামে একটি লিঙ্ক পাঠানো হয়। এটাই ব্লু হোয়েলের গোপন লিঙ্ক।
তারা আরও দাবি করেন, ওই নম্বর থেকে কল করে কিংবা লিঙ্ক পাঠিয়ে ফোন হ্যাক করে গেমটি খেলতে বাধ্য করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হওয়া এ বিষয়টি সময় নিউজের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। এই গেমে আসক্ত হয়ে যেহেতু এরই মধ্যে একজন কিশোরী আত্মহত্যা করেছেন এবং আরও দুজন কিশোরকে এই গেমে আসক্ত অবস্থায় পাওয়া গেছে তাই সচেতনতার বিষয়টি বিবেচনায় নিয়ে পাঠকদের জন্য তথ্যটি তুলে ধরা হলো।
যাক মেয়েটি যদি সত্যি ব্লু হুয়েল খেইলা থাকে তাহলে তার হাতে বা ঠোটে কাটা দাগ দেখা যাইত তা অনুপস্থিত আর মেয়ের মোবাইলে ব্লু হুয়েল নামে কোনো আ্যাপ ও পাওয়া যায় নি। তাই এই ব্যাপারে নিশ্চিত ভাবে বলা যায় তাদের বাবা মা তার অকাম ঢাকার জণ্যই এই গূজব ছরাইছে। আর এজন্য আমাদের Facebook এর পরিবেশ ন নষ্ট হচ্ছে আশা করি এ ব্যাপারে আর কেউ পোস্ট দিয়া পানি ঘোলা করবেন না।
তাই দয়া করে এটা forward করে সবাইকে জানিয়ে দিন
ami game ti amar ekti purani phone install disilam but unstall hosselo na phone purano bole vhenge phelse
but sei ekbare install disilam size 32 mb