আসসালামুয়ালাইকুম ,
আসা করছি সবাই ভালো আছেন ।। আজ অনেকদিন পর আবার trickbd তে পোস্ট করতেছি। আমি অনেক কম পোস্ট করি এ কারনে সবার দুঃখিতো প্রকাশ করছি
আজকের পোস্টতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের sd card কে ram বা intarnal memory হিসেবে ব্যবহার করবেন।।এর জন্য কিন্তু আপনার মোবাইটি অবশ্যই রুট থাকা লাগবে
আপনারা সবাই জানেন যে। আমরা আমাদের কম্পিউটার এ hard disk কিনার পর। যখন ব্যবহার করি তখন আমরা কয়েকটি partjtion বানিয়ে নেই।যেমন local disk c /local disk d ইত্যাদি
আপনি কি যানেন আপনারর মোবাইটি যদি রুট থাকে তাহলে আপনার sd card এ কম্পিউটার এর মত পারটিসন বানাতে পারবেন।।ধরুন আপনার sd carf 16 gb আপনি ৩ gb শুধু আপনার মোবাইটি এর রেম হিসেবে রাখলেন তাহলে ককেমন হয়।যদি কেউ যানেন তাহলে অনেক ভাল আর যারা জানেন না তাদের জন্য তো আমি অাছি
আমরা মোবাই সবসময় হেভি গেম,apps etc ব্যবহার করে থাকি।। যার কারনে আমাদের ফোন এর রেম এ অনেক বেশি পরিমান চাপ পড়ে। যার কারনে আমাদের অনেক সমস্যার সামনে পরতে হয়।যেমন: মোইল হ্যাং হয়ে যাওয়া, কোন কিছু install দিতে ধরলে not enough mamory দেখানো আরো অনেক সমস্যা।। কারন আমরা যে এপস গুলো ব্যবহার করি এগোলোর সাইজ হয়তো বেশি না। কিন্তু এগুলের ডাটা ২০০, ৩০০ mb পার হয়ে যায়।।অনেক কথা বললাম একন মেইন কাজ শুরু করি
requiredment:
১.root
২.একটি 8 gp
বা তার উপর মেমুরি (sd card টি format দিয়ে নিবেন)
৩,Apps2card apk pro
সর্বপ্রথম আপনারা aps2sd card apkটা নামিয়ে নিবেন & install করবেন।install করার পর
apss টা ওপেন করবেন তখন আপনাদের কে রুট পারমিসন দিতে বলবে। পারমিসন দেয়া হয়ে গেরে নিচের দিকে যাবেন।নিচের দিকে গেলে sc এর মত দেখতে পাবেন parttion tool
এখন আপনারা এখানে আমাদের মোবাইল এর রেম হিসেবে ব্যবহার এর জন্য পারটিসন বানাবো
এখানে আপনারা আপনার যতটুকু রেম হিসেবে দরকার ততটুকু মেমুরি থেকে কমিয়ে দিবেন। sc টা তে দিখুন আমার sd card ১৪.৯ gb এর মত। আমি ২ gb অামার রেম এর জন্য নিয়েছি।
আপনাদের এখনে একটা বিষয় এর প্রতি খেয়াল রাখতে হবে।
1st parttion এর size নেওয়ার পর।। পাসে দেখতে পাবেন file sytam. এখানে আপনাকে দিতে হবে। fat23
2nd partition এর সাইজ অটো হয়ে যাবে। শুধু এখানে আপনাকে file sytam এ ext3 বা ext4 দিতে হবে।
এবং 1/2nd দুটাতেই টিক দিয়ে দিবেন
তার পর আর কোন কিছুতে হাত দিবেন নি।
এখন yes করে দিন।।দেখবেন পারটিসন তৈরি হওয়া শুরু হবে।যখন ফুল হয়ে যাবে তখন মোবাইল রিবুট দিতে বলবে। রিবুট দিয়ে দিবেন। উপরে নোটিফিকেশন আসতে পারে যে sd card corrupted আপনারা এই দিকে খেয়াল না করে রিবুট দিন।
রিবুট হয়ে গেলে আবার apps টা ওপনে করুন।।এখন এখানে প্রথমে link app to sd card এখানে যান। এখানে যাওয়া সাথে সাথেই।। নিচের sc এর মত অসবে।।
এখন আমাদের mount crate করতে হবে।।আপনারা যে format ব্যবহার করেছিলেন সে দিন।
আপনারা এখানে normal method use করবেন যদি kingroot দিয়ে রুট করে থাকেন।।আর যদি
super su & busybox install দেয়া থাকলে i have su.d/musig দিয়ে ok দিবেন। তারপর yes দিবেন।।
দেখবেন mount crate হয়ে যাবে।
তারপর উপরের ৩ ডট থেকে। stroge info তে গেলে এখানে দেখবেন আমাদের 2 nd partition তৈরি হয়ে গিয়েসে।।তো এখন আমাদের কাজ শেষ।।
একন আমরা আমাদের রেম এর চাপ গুলোকে কমবো।।
ধরুন আমা kinemaster এর সবগুলো ফাইল sd card এ নিয়ে যাবো। এর জন্য প্রথমে আমাকে এখান থেকে kinemaster select করে নিতে হবে
এখানে আপনারা দেখতেছেন যে intarnal memory তে ৫৬ mb এর মত রয়েছে।। আমি একানকার সবগুলোকে sd card নিয়ে যাবো।।এর জন্য নিচে
link/unlink এখানে যেতে হবে।
তারপর আমরা selected all করে দিয়ে ok দিবো।তারপর দেখবেন এটা sd card এ চলে যাবে
এভাবে আপনারা আপনার সব হেভি apps গুলোকে 2nd partition এ রেকে দিন।।এভাবে আমরা আমাদের sd card কে রেম হিসেবে ব্যবহার করতে পারবো।।
আজকের জন্য এতোটুকুই।।আসা করি পোস্টটা সবার কাজে আসবে।।এর পর যদি কেই না বুঝেন ভিডিওটি তাদের জন্য
সবাই ভল থাকবেন। TrickBD এর সাথেই থাকবেন।পোস্ট গুলোকে আপনার friends & social media তে সেয়ার করুন। যাতে আর একজন জানার সুযগ পায়
আর যদি কারো ভালো লাগে আমার chanel টি থেকে ঘুরে আসবেন
By the way, nice post.
onno verson gola amar phone instail hoy na. help me.
And Sob Subida pawa jay & Valo hoy?
Ram Expender নামে একটা এপস আছে ঐটা দিয়ে নাকি র্যাম বারানো যায়?
Ekhon ki korbo???
Please Ans den