আসা করি সবাই ভাল আসেন অনেক কষ্ট করে আমি রুট করতে পারছি। কথা আর না বারাই কাজের কথাই আসি
সিম্ফনি v110 যারা রুট করতে পারছিলেন না তাদের জন্য নিয়ে আসলাম রুট করার পদ্ধতি। এই নিয়মে v65 -ও রুট করতে পারবেন। মানে একই নিয়মে v65 এবং v110 রুট করা যাবে। তো চলুন শুরু করা যাক।
যা যা লাগবে:
১. PC
২. ADB Driver – http://adbdriver.com/
৩. Custom Recovery – Link: http://linkshrink.net/7CsBIx
৪. ADB Minimal Fastboot – http://linkshrink.net/7ZimPa
ধাপসমুহ:
১. প্রথমেই আপনার মোবাইলের সেটিংসে চলে যান। স্ক্রল করে একদম নিচে গেলে About খুঁজে পাবেন। About এ গিয়ে একদম নিচে পাবেন Software Version। Software Version এর উপর ৭ বার ক্লীক করুন। Developer Option চালু হয়ে যাবে। ব্যাকে গিয়ে About এর উপরেই দেখুন নতুন একটি অপশন এসেছে Developer Option। ভিতরে ঢুকে OEM Unlocking অন করে দিন। আরেকটু নিচে গিয়ে দেখুন USB Debugging নামের একটা অপশন আছে। এইটাও অন করে দিন।
২. এবার আপনার মোবাইলে ADB Driver ইন্সটল করে নিন। আগে থেকে করা থাকলে আর লাগবে না। ড্রাইভার ইন্সটল করার সময় অবশ্যই পিসির সাথে আপনার মোবাইল কানেক্ট করে নিতে হবে।
৩. এবার ADB Minimal Fastboot ইন্সটল করার পালা। সফটওয়্যার ইন্সটল করা হলে কাস্টম রিকোভারীটা আপনার পিসির program files x86 ফোল্ডারে গিয়ে Minimal ADB Fastboot ফোল্ডারে কপি করুন। রিকোভারীর নামটা রিনেম করে recovery.img করে দিন (আপনারা শুধু recovery লিখবেন।.img অটোমেটিক হয়ে যাবে।)
৪. এখন আপনার পিসিতে ADB Minimal Fastboot সফটওয়্যারটা ওপেন করুন।
৫. প্রথমে pwd লিখে enter দিন।
৬. তারপরে dir লিখে enter দিন। এখন আপনার পিসির program files x86 ফোল্ডারে যতগুলো ফাইল আছে তা দেখাবে।
৭. এখন আপনার মোবাইলকে পিসির সাথে কানেক্ট করুন। আবার লিখুন adb devices তারপরে enter দিন। দেখুন আপনার মোবাইলে usb driver এর পারমিশন গিয়েছে। Allow করুন।
৮. এরপরে লিখুন adb reboot bootloader এবং enter চাপুন। দেখুন মোবাইল bootloader mode – এ গিয়েছে।
৯. তারপর লিখুন fastboot devices এবং enter দিন।
১০. আবার লিখুন fastboot flash recovery recovery.img এবং enter চাপুন। পিসির স্ক্রীনে দেখাবে মোবাইলে রিকোভারীটি সেন্ড+ইন্সটল হয়ে গিয়েছে।
এবার রুটের পালা:
SuperSU.zip – http://linkshrink.net/76qpoE
১. লিংক থেকে SuperSU.zip ফাইলটা নামিয়ে নিন।
২. মোবাইলের Volume Up+Power বাটন চেপে ধরুন। দেখুন মোবাইল রিকোভারী মোডে চলে গিয়েছে। এখানে Apply Update নামের একটা অপশন পাবেন ওটাতে ক্লীক করুন। এবার আপনি মোবাইলের যেখানে SuperSU.zip ফাইলটা রেখেছেন সেখানে গিয়ে ফাইলটার উপরে ক্লীক করলেই ফোন রুট হওয়া শুরু করবে।
ব্যাস হয়ে গেল ফোন রুট। এই পদ্ধতিতে আমি আমার v65 এবং v110 রুট করতে সফল হয়েছি। ঠিকমত করতে পারলে আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ।
fs ashraful-ভাই কে ধন্যবাদ আমাকে কাস্টম রিকোভারীটা দেয়ার জন্য। আপনার সাহায্য ছাড়া v65 এবং v110 রুট করা অসম্ভব ছিল।
আসা করি এই ভাবে কাজ করলে সবাই রুট করতে সফল হবেন। সবাই ভাল থাকবেন। পোস্ট টা সবার ভাল লাগবে।
Group tahole active ace..
zodi root kora zay to kivabe?
ami kingoroot diya chesta korchilam but failed show korchay than ami kivabe smyphony zviii root korbo.plz bollen?
zodi root kora zay to kivabe?
video den..
https://drive.google.com/file/d/1qQxmfKHwzL8MZrzE2NyWIIUjADrz_EeC/view?usp=drivesdk
apnar phon no or fb id ta den..
plzzz
plzzz
ei name scr dile paba
kingroot try korchi Failed mare
Data ,wifi on rekhe try korchi but kaj kore nah…..
Amar phone ar version holo 5.0
Plese kono way thakle symphony v32 root niye post korben… pls pls pls pls…..