এখন আপনি যা পরতে যাচ্ছেন সম্পূর্ণই আমার
জিবনের বাস্তব ঘটনা। অবশ্যই এখানে কিছুনা কিছ
ু শিক্ষণীয় আছেই। এজন্য পোস্টটি পড়তে হবে
আপনাকে শেষ পর্যন্ত।
শুরু করি একদম প্রথম থেকে। ১ বছর আগেই একটা
সখের বসে একটা youtube channel খুলি।
সেখানে নানা রকম hacking tips, tips, আর হরর
মিউজিক দেই। আপনাদের দোয়ায় ভালই এগিয়ে
যায় চ্যানেল্টি।
পরে কিছু ইনকাম করার কথা ভাবলাম। চ্যানেল
ভেরিফাই ও মনিটাইজ ও করলাম আর সমস্যা শুর
ু হয় তার কিছুদিন পর। একের পর এক আমার ভিডিও দেখি delete করে দিচ্ছে। আর সাথে আমাকে নোটিশ দিচ্ছে। আমিও ব্যাপক ভয় পাই ব্যাপারটা
নিয়ে। শুরু করি সব ভিডিও ডিলেট করা। এরই মাধ্যে আমার চ্যানেলে ২ টা স্ট্রাইক দেওয়া হয়।
সাবস্ক্রাইবার দের কি দোষ তারাও চ্যানেল আন সাবস্ক্রাইব করা শুরু করে।
স্ট্রাইক এর কারনে কোনো ভীডিও এর মধ্যে
আপলোড করতে পারি নাই।
হয়ে গেল আমার চ্যানেল এর শেষ পরিনতি। এখন
ভাবছেন আমি অন্যের ভিডিও কপি। করছি, না।
মোর্শেদ কোনোদিন কারো ভীডিও কপি করে না।
তাইলে হইল কি? কেন এই বিপর্যয়?
সেটা হল আমি একটু বেশি এডভান্স লেভেল এর ভিডিও দিসি। আর কিছু ভুল (হয়ত কোনো ভুল করি নাই) করার কারনে এই পরিনতি।
এখন কি ভুল তারা ধরেছিল আর নোটিশ দিয়েছিল এগুলো পড়ুন তাহলে আপনি হয়ত এগুলো থেকে বিরত থাকাতে পারবেন।
কথাগুলো আমি youtube এর ভাষায় বলছি। যাতে আপনারা সহযেই বুঝতে পারেন।
১ আপনি কোনো প্রকার হ্যাকিং শিখাতে পারবেন না।
২ আপনি এমন কোনো ট্রিক শিখাতে পারবেন না। যা দিয়ে কোনো খারাপ কাজ সংঘটিত হতে পারে।
ু৩ আপনি এমন কোনো মিউজিক / ভিডিও দিতে পারবেন না যা মানুষের মনে ভয় সৃশটি করে।
৪ আপনি এমন কিছু দিতে পারবেন না যা আমাদের নিতির বিরুদ্ধে।
ব্লা ব্লা এরকম আরো কয়েকটা নোটিশ দেয়।
তাই আপনাকে বলছি আপনি কি বিষয়ে ভিডিও দিবেন তা আগেই নির্বাচন করুন নাইলে পরে পস্তাবেন।
তা এখন ভালোর কথা এই যে আর ১৫ দিন পর হত আবার ভিডিও আপলোড দিতে পারব আর আসা করি সাথেই থাকবেন।
যে কোনো সমস্যায় প্রশ্ন করুন গ্রুপে
আরো অনেক কিছু লেখার ছিল
অলস প্রক্রিতির লোক হওয়া এটুকুই। তবে পরবর্তী পোস্ট এ আরেকটি চমক আসছে। এর মিধ্যে trickbd এর সাথেই থাকুন। ভালো লাগলে কমেন্টে যানান। আপনার উৎসাহ আমাদের প্রেরনা।
আর হবে না কেন আমি তো নোটিশ দেখাইছি।
.
ধন্যবাদ।
সবার থেকে উত্তর আসা করছি ।।
ধন্যবাদ