হ্যালো সবাই কেমন আছেন?


যেমনই থাকেন এখন ফাইল হাইড করুন খুব সহজে।

ধাপ-১ঃ

এই নিচের লিংক(গিটহাব) থেকে fileLock.txt ফাইলটি ডাউনলোড করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে নিচের ছবিটা দেখতে পারেন।

  • Link Or https://github.com/asifulmamun/share-code/blob/master/windows/computer-fileLock.txt

Direct Copy Paste Link

Download করে থাকলে জিপ ফাইল একস্ট্রাক্ট করে filelock.txt ফাইল টি ‍যে কোন নোটপেড Notepad দিয়ে ওপেন করুন। নিচের ছবির মতো। 

টেক্সট এডিটর বা নোটপেড দিয়ে ওপেন করার পর দেখুন উপরের ইমেজের মতো টেক্সট আসছে তারপর চিহ্নিত স্থানে (al mamun) যেখানে লেখা আছে সেখানে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিন। যা আপনার ফাইলকে আনলক করতে কাজে লাগবে।

আপনার যে কোন নাম দিয়ে Rename করে এক্সটেনশন .txt কে .bat দিয়ে সেভ করুন।

ওপরের ছবির মতো ওয়ার্নিং চাইতে পারে ইয়েস দিন। তারপর দেখুন .bat করার পর চিহ্ন বা আইকন টা চেন্জ হয়ে গেছে।

ডাইরেক্ট লিংক ব্যাবহার করলে কোড গুলি কপি করে নোটপেড দিয়ে যেকোন টেক্সট ফাইলে তৈরী করে সেখানে কোড পেস্ট করে পাসওয়ার্ড চেঞ্জ করে fileLock.bat নামে সেভ করলেও হবে।

তারপর যে ফাইলকে হাইড বা লুকাতে চা সেই ফাইলে বা ফোল্ডারে গিয়ে এই fileLock.bat ফাইলটা নিয়ে রাখুন। তারপর ডাবল ক্লিক করে ফাইলটা রান করান।

তারপর আপনাকে জিজ্ঞাস করা হবে আপনি কি ফাইল হাইড করতে চান কি না। আর উপরের ইমেজের মতো y লিখে এন্টার চাপুন। তারপর দেখুন। নতুন একটা প্রাইভেট নামে একটা ফোল্ডার তৈরী হয়েছে।

এখন এই Private ফোল্ডারের ভেতর যা রাখবেন তাই হাইড হবে। এখন fileLock.bat ফাইলটা রান করান আর ইয়েস দিন মানে Y লিখে এন্টার দিন। দেখবেন প্রাইভেট নামের ফোল্ডার উধাও হয়ে গেছে।

হাইড তো করলেন এখন ফিরিয়ে আনবেন কিভাবে?

ধাপ-২ঃ

fileLock.bat ফাইলটাকে আবার ডাবল ক্লিক করে রান করান। এখন আর y লিখবেন না শুধু এডিট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিয়ে এন্টার চাপুন। তারপর দেখুন আপনার প্রাইভেট নামের ফোল্ডার টা চলে এসেছে।

আবার হাইড করার জন্য রান করে y লিখুন। হাইড করার পর যদি fileLock.bat ফাইলটিও হারিয়ে যায় মানে ডিলিট হয়ে গেলে আবার টেক্সট ফাইলটিকে ডাউনলোড করে ধাপ-১ অনুসরণ করুন। তবে পাসওয়ার্ড আগের পাসওয়ার্ড এর সাথে না মিললে কোন সমস্যা নেই। পাসওয়ার্ড ভুলে গেলে ‍আবার .txt Rename করে চেন্জ করে নেয়া যাবে।

ধন্যবাদ সকলকে

আল মামুন

কিশোরগঞ্জ

20 thoughts on "টেক্সট ফাইল দিয়ে কম্পিউটার এর ফাইল হাইড করুন কোন রকম সফটয়্যার ছাড়া"

    1. asifulmamun Author Post Creator says:
      LUL
    1. asifulmamun Author Post Creator says:
      আপনার জানা থাকলে আপনার জন্য পূরাতনই মনে হবে।
    1. asifulmamun Author Post Creator says:
      আগে হয়ে থাকলেও পুরাতন হতেই পারে। সবাই তো আর জানে না।
    1. asifulmamun Author Post Creator says:
      LUL
    1. asifulmamun Author Post Creator says:
      Thanks
  1. Gangster Contributor says:
    Good Post brother ❤
    1. asifulmamun Author Post Creator says:
      Thanks
  2. মামুন Author says:
    jekono pass diley khule jay ki korbo. This is a unprotected Way to lock
    1. asifulmamun Author Post Creator says:
      আপনার ফাইলে যে লক দেয়া থাকবে তাই দিয়ে আনলক করতে হবে।

      ইচ্ছা করলে ২ bat ফাইল ব্যবহার করতে পারেন। একটাই এক পাসওয়ার্ড আরেকটাই আরেক পাসওয়ার্ড।

      @মোটকথা আপনার. bat ফাইলের লক ভাংতে পারলেই হবে।

    2. মামুন Author says:
      আমি pass দিসি mamun । যদি আমি abcd লিখে enter দেই তাহলেও lock খুলে যায়
    3. asifulmamun Author Post Creator says:
      bolen ki,,,,, April
      pass ki diyecipen?
  3. asifulmamun Author Post Creator says:
    bolen ki,,,,,

    pass ki diyecipen?

    1. মামুন Author says:
      কোন solution থাকলে বলুন
    2. asifulmamun Author Post Creator says:
      দুঃখিত,
      এর সলুইউশন আমার জানা নেই।

      আমি নিজে এটা তৈরী করিনি,,, আমিও কারো না কারো কাছ থেকে শিখেছি। যতটুকু শিখেছি ঠিক ততটুকুই শেয়ার করেছি।

      যদি আপডেট সলুইউশন পাই তাহলে পোস্টে যোগ করা হবে।

      ধন্যবাদ।
      @মামুন

    3. asifulmamun Author Post Creator says:
      ফাইলটা আবার ডাউনলোড করুন। বাগ ফিক্সড করা হয়েছে।

      ধন্যবাদ।

Leave a Reply