♥♥আসসালামু আলাইকুম♥♥
♥আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আলোচনা করবো,আপনার প্রিয়জনের পাঠানো সুন্দর সুন্দর ম্যাসেজ গুলো ভুল করে ডিলিট হয়ে যায়।খুব খারাপ লাগে জানি কারণ এই পরিস্থিতিতে আমিও পরছিলাম।আমার সাত হাজার ম্যাসেজ ডিলিট হয়ে গেছে খুব খারাপ লাগছিলো।
তো এই টিক্সটা কাজে লাগান আর ম্যাসেজ ডিলিট হবে না।যদিও হয় তাহলে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কোনো প্রকার অ্যাপ ছাড়াই।
তো যারা জানে তারা ক্ষমা করে দিবেন আপনার সময় নষ্ট করলাম।যারা জানে না তাদের জন্য পোস্ট।তো চলেন শুরু করি নিচের screen sort ফলো করেন।
♥তারপর যে ম্যাসেজ গুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন না সে ম্যাসেজ গুলাতে যান।তার পর যে কোনো একটা ম্যাসেজ এ ক্লিক করে কিছুক্ষন ধরে রাখুন।
♥তারপর এরকম অপশন আসবে সেখানে lock এ ক্লিক করে লক করুন।
♥তারপর দেখেন লক হয়ে গেছে তালা আইকন।এই ভাবে সব গুলো লক করেন যেগুলো ডিলিট করতে চাচ্ছেন না।
♥ এবার কাজ হয়ে গেছে আর ডিলিট হবে না।ডিলিট হলেও ফিরে পাবেন।
♥কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান।খারাপ কমেন্ট করবেন,ভুল হলে ক্ষমা করবেন।
♥♥♥আল্লাহ হাফেজ♥♥♥
post o korechi but review hossay na