” আসসালামু আলাইকুম ”
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন।
এখন থেকে আপনার ফোন চুরি হয়ে গেলে সেই ফোন জানিয়ে দিবে চোর এর অবস্থান। সেটা কিভাবে করবেন আসুন জেনে নেই।
কিভাবে কাজ করবেন
১. প্রথমে এই অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড দিন।
Download link 2 Mb
২. ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। ওপেন করার পর নিচের মত আসবে,,,,,,,,,
উপরের মত আসলে প্রথম বক্স এ আপনার নাম ও ২য় বক্স এ আপনার এমন একটি নাম্বার দিন যা কোন সময় হারাবে না। কারণ এই নাম্বার এ আপনি আপনার ফোনের কার্যকলাপ sms এর মাধ্যমে পাবেন।
উপরে নোটিফিকেশন এ আপনকি একটি কোড নাম্বার পাবেন তা সংরক্ষণ করে রাখুন। কারণ এই অ্যাপ টি হাইড হয়ে গিয়েছে। এই কোডটা ব্যবহার করে আপনাকে এই অ্যাপ এর ভিতরে প্রবেশ করতে হবে।
৪. অ্যাপ যদি হাইড হয়ে যায় তা হলে আপনার ফোন এর ডায়ালে গিয়ে নোটিফিকেশন এ পাওয়া কোডটি লিখুন। তার পর কল দিন
দেখুন অ্যাপ টি ওপেন হয়ে গিয়েছে।
৫. এবার মেনু বার থেকে সেটিং এ গিয়ে আমার মত ফলো করেন
Active করে দিন
৬. এখন আপনার ফোন যদি চোর রিসেন্ট বা ফ্লাস দেয় তা হলে অ্যাপ টি রিমোভ হবেনা।
৭. যদি কোড নাম্বার টি চেঞ্জ করতে চান তা হলে সেটিং যেয়ে চেঞ্জ করে নিজের ইচ্ছ মত কোড দিয়ে দিতে পারেন।
এর পর চোর যখন সিম চেঞ্জ করবে তখন আপনার দেওয়া নাম্বার এ ফোনে ডুকানে সিম থেকে sms পাবেন।
আজ এই পয্যন্ত
কোন সমস্যা হলে কমেন্ট করুন অথবা আমার সাথে
ধন্যবাদ
16 thoughts on "এবার আপনার চুরি যাওয়া ফোনই বলে দিবে চোর এর অবস্থান"