♥♥আসসালামু আলাইকুম♥♥
♥আশা করি সবাই ভালো আছেন। Trickbd তো, ভালো তো থাকবেনই, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
★এটি আমার ৬ষ্ঠ তম পোস্ট Trickbd তে,
যদি কোন কিছু ভুল করে থাকি! ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।
★চলুন টিউনটি শুরু করি,
এর আগে আরো কয়েকটি পোস্ট ছিলো এই বিষয় নিয়ে কিন্তু তা সকল ফোনে হয় না।
**কিন্তু আমার টিউনে সকল ফোনে হবে ইন্শাহআল্লাহ…!!
Play Store থেকে কোনো app ডাউনলোড করলে সেটা file manager এ backup নিতে পারেন না। আপনার ফোনে কোনো app install করা আছে কিন্তু file manager এ নেই। তা নিয়ে চিন্তিতো,,no problem দেখুন apps গুলো যেভাবে Backup নিবেন।
সাথে System apps গুলো ও Backup নিন।
★এর জন্য প্রয়োজন হবে, Es File Explorer
সবারেই এই app টি আছে কম বেশি, যাদের নেই তারা play store দিয়ে নামিয়ে নিবেন।
*★*চলুন কাজ শুরু করি,
♦প্রথমে “Es File Explorer” এ ঢুকুন,
★তারপর Sshot দেখে কাজ করুন,
★এখানে আপনার ফোনের Inastle কৃত সকল app show করবে।
(যেগুলো Backup নিবেন long press করে টিক দিন এবং Backup এ ক্লিক করুন।)
★হয়ে গেল backup।
★ এখন System apps Backup রাখতে নিচের মতো করুন,
★এখানে দেখুন আপনার ফোনের সকল System apps আছে।
(যেগুলো Backup রাখতে চান, আগের মতো তার ওপর long press করে টিক দিন।
এবং Backup এ ক্লিক করুন।)
**Apps Backup শেষ।
★এখন Backup. কৃত Apps গুলো দেখতে নিচের মতো করুন।
★আপনার Rom/phone memory তে যান,
★দেখুন সকল Backup রাখা apps গুলো এখানে, এখান থেকে আপনার বানানো যেকোন Folder এ নিয়ে রাখতে পারবেন।
[বিঃ দ্রঃ যাদের ফোনে Rom/phone memory তে পাবেন না তারা Sdcard এ পাবেন। উপরের Sshot এর মতোই আপনার Sdcard এ যান।
Sdcard0>>Backups>>apps>>♥
★কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
**অপরাধকারী ব্যক্তি আর, অপরাধকারীকে অপরাধ করতে সাহায্যকরা ব্যক্তি উভয়ই সমান অপরাধি।** – আল হাদীস
♥♥ফেসবুকে আমি, Md Mostafezur
*সকলকে আমার ★Website :Trick Bangla 24
সাইটে ঘুরে আসার জন্য অনুরোধ রইলো…!!
তবুও সুন্দর পোস্ট
সকল ফোনে সাপোর্ট,
system apps সহ।
সকল ফোনে সাপোর্ট,
system apps সহ।
সকল ফোনে সাপোর্ট,
system apps সহ।
memory card এ রেখে যা কিছু করতে পারবেন।