আসসালামু আলাইকুম

আজকের পোস্টে নিয়ে আসলাম ওয়াপকা ইউজারদের জন্য কাস্টম বিল্ড ইন সার্চ ইঞ্জিন। আর গুগোল মামার হাত-পা টিপতে হবে না। আপনার সাইটের ইউজারদের জন্য আপনার সাইটেই সার্চ ইঞ্জিন লাগিয়ে দিন। এটি গুগোলের চেয়েও স্মুথ ও ফাস্ট। একটি পোস্টও বাদ যাবে না। বেশি কথা না বলি, দেখে নিন? আর যাদের প্রয়োজন তারা অবশ্য চেষ্টা করে দেখতে পারেন!



অবশ্য প্রয়োজনীয়
Active jump field in lister bottom-
Installed google jquery api-
A simple forum-
A new site-নাম দিন (search)

Step-1
এই কোডটি আপনার সাইটের ফোরাম বোটম এ বসান। আর সিম্পল ফোরাম আইডি পরিবর্তন করে নিন (XXXXXX) হতে।

**Crawling Function:

Step-2
এখন আপনার তৈরি নতুন পেইজটিতে যান, যেটি আপনি সার্চ নামে তৈরে করেছেন। আর এই কোডটি সেখানে দিন, সিম্পল ফোরাম আইডি পরিবর্তন করে নিন (XXXXXX) এর সাথে।

Step-3
এখন এই কোডটি আপনার হোম পেইজে বা যেখানে আপনে সার্চ অফশন দিতে চান সেখানে পাস্ট করুন। আপনার তৈরি সাইড আইডির সাথে (XXX) পরিবর্তন করে নিন। এবং অবশ্যই আপনাকে আপনার হেড টেগ এ jquery plugging install করে রাখতে হবে।

Step-4
এখন আপনাকে সার্চ ইঞ্জিন স্মুথ করার জন্য নিচের কাজটি করতে হবেঃ

Edit site-
Global setting-
Forum-Enable SPAM black list (এখানে টিক দিন)-
Click Enable SPAM black list (set)-

এই কোডটি পাস্ট করুনঃ

Replace only SPAM word:SPAM words/replacements(“word”>”replacement”)**:

Step-5
এখন সেই সার্চ পেইজে যান, এবং সেখানকার Footer and Bottom Disabled করে দিন। তাহলে সার্চ ইঞ্জিন খুভ ভালো কাজ করবে।

এখান থেকে কোড নিলে কাজ নাও করতে পারে, তাই এখান থেকে নিনঃ Copy From Here (7 KB Only)

আমি এই কোডটি ফেসবুকের একটি গ্রুপে টেক্সট ফাইল হিসাবে শেয়ার করলাম, এখান থেকে সবাই ডাউনলোড করে EX File Explore ব্যবহার করে কোড কপি করুন। কোনো সমস্যা হবে না। একদম অরিজিনাল কোডই পাবেন।

এটা কিভাবে কাজ করেঃ
সকল টপিক অটোমেটিক ভাবে সার্চ ইঞ্জিনে যুক্ত হয়ে যাবে, যখন কোন একটি টপিক সর্বোনিম্ন এক বার হলেও লোড হবে ঠিক তখনই ঐ টপিক এই সার্চ ইঞ্জিনে এড হবে। এই পদ্ধতি খুবই ফাস্ট।
এখানে আমি আপনাদের দেখালাম গুগোল বা অন্য যেকোনো সার্চ ইঞ্জিনের চেয়েও বেশি কার্যকারী ইন বিল্ড সার্চ ইঞ্জিন। এটি সম্পুর্ণ ভাবে পরিহ্মিত পদ্ধতি। উপরে তো স্ক্রিনশট দেখেছেনই! এখানে আরো অনেক ফিউচার এড করা হবে, যদি আপনাদের থেকে ভালো ফিডব্যাক পাই, তাহলেই। আমি শুধু সিম্পল ভাবে নিয়ম আর কোড দিলাম, কিন্তু স্টাইল বা দেখার সুন্দর্য আপনাদের নিজেদের করে নিতে হবে। সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)

11 thoughts on "ওয়াপকা ইউজারদের জন্য ইন বিল্ড কাস্টম সার্চ ইঞ্জিন, একটা পোস্টও বাদ পড়বে না! না দেখলে মিস তো বটেই…!!"

  1. Jewel Shikder Jony Author Post Creator says:
    এডমিন এবং মর্ডারেটর মহোদয়, অনুগ্রহ করে হ্মমা করবেন, অতিরিক্ত লিংক শেয়ার করার জন্য।
    কোড শেয়ার করলাম, কিন্তু দেখাচ্ছে না। আমি শিঘ্রই কোড গুলোর স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করছি।
    (ধন্যবাদ)
    1. Jewel Shikder Jony Author Post Creator says:
      Thanks bro…!!
  2. Inam1122 Contributor says:
    bro Trick bd profile edit hoy na kn?
    log out hoye jay?
    1. Jewel Shikder Jony Author Post Creator says:
      Free mode এ হয় না, Data মোডে করতে হবে।
    2. Inam1122 Contributor says:
      ধন্যবাদ
      দেখি হয় কিনা
    3. Jewel Shikder Jony Author Post Creator says:
      তাও যদি না হয়, তাহলে যেকোনো ব্রাউজার থেকে Dextop মোডে যান, অবশ্যই হবে।
    4. Inam1122 Contributor says:
      ধন্যবাদ
    5. Jewel Shikder Jony Author Post Creator says:
      স্বাগতম…!!
  3. . Contributor says:
    Good Post But Code golo Sshot e keno?
    1. Jewel Shikder Jony Author Post Creator says:
      Welcome to Author…!!
      ভাই, কোড শেয়ার করলে সমস্যা হয়, তাই লিংক দিয়ে দিছি, দেখুন। আর প্রমাণ হিসাবে স্ক্রিনশট!

Leave a Reply