সকলের শুভ কামনা ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আশা করি সবাই ভালো অাছেন।
ট্রিকবিডির সাথে থাকলে তো সবাই ভালো থাকে,কারন ট্রিকবিডি থেকে অামরা সবাই প্রযুক্তি বিষয়ক ও প্রয়োজনীয় অনেক বিষয়ে নিত্য নতুন জ্ঞান অর্জন করতে পারি।
অাজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যা দিয়ে অাপনি অন্য কারো ফোনের কল রেকর্ড হ্যাক করতে পারবেন কোন প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়া।
অাশা করি এটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না।
অাগেই বলে রাখছি এই কাজটি করতে হলে অাপনার ভিকটিমের ফোন অাপনার হাতে নিতে হবে এবং তার ফোনে একটি অ্যাপ সেট করে দিতে হবে।
তাহলে এবার কার্যপ্রণালী শুরু করি।
অ্যাপ এর নাম:andycallrecorder
অ্যাপ সাইজ:3.8mb
অ্যপটি ওপেন করতে ফোনের ডায়ালারে যান তার পর ডায়াল করুন ##অাপনার পূর্বের পিন##।যেমন অামি অামি পিন নাম্বার দিয়ে ছিলাম 1122 সুতরাং অামাকে ডায়াল করতে হবে ##1122##।
সব কাজতো হলো এখন অাপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে কল রেকর্ড গুলো কোথায় পাবো অার কল রেকর্ড যদি ফোনে সেইভ হয় তাহলে অামার ভিকটিমতো তা দেখে ফেলবে??উওরটা অনেক সহজ কল রেকর্ড লিস্ট অাপনার ভিকটিমের ফোনেই সেইভ হবে কিন্তু অাপনার ভিকটিম তা দেখতে পারবে না কারন তা হাইড হয়ে থাকবে।
বি.দ্র:অাপনি এই সিস্টেমটা এমন কারো ফোনে ব্যবহার করতে পারবেন না যে ফাইল হাইডিং সিস্টেম টা যানে।অার অামার ফোনের ফাইল হাইডিং সিস্টেমটা একটু ভিন্ন তাই শেষে লেখার সাথে স্ক্রিনসটের একটু ভিন্নতা রয়েছে,অাশা করি অাপনারা বুঝতে পারবেন।যদি বুঝতে সমস্যা হয় অথবা কল রেকর্ডের ফাইলগুলো খুজে না পান তাহলে অ্যাপ ওপেন করলে অ্যাপের ভিতর কল রেকর্ডগুলো পেয়ে যাবেন
অাজ এইপর্যন্তই।
সকলকে ধন্যবাদ এতক্ষন কষ্ট করে অামার পোষ্টটি পড়ার জন্য।
ভালো থাকুন অার ট্রিকবিডির সাথেই থাকুন।
ফেসবুকে যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করুন
সবাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেল টা তে সাবস্ক্রাইব করুন,,,,আমি কোন চ্যানেলে ২০ এর বেশি সাবস্ক্রাইবার বানাতে পারিনি আপ্নারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ১০০০ সাবস্ক্রাইবার করার আশা পুরন করুন প্লিজ,,
Subscribe Here
তাইলে এটাকে ইংরেজীতে হ্যাক না বলে
চুরি বললেই বেটার হবে।
Reported……