আস-সালামুয়ালাইকুম
কেমনন আছেন? 
আশাকরি আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি।

অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে।

আজকের টিউটোরিয়ালটি কি নিয়ে তা টাইটেল দেখে  বুঝে গেছে তাই আর কথা বারাবো না সরাসরি কাজে চলে যাব ।

তো চলুন শুরু করা যাক ।

দয়া করে সম্পূর্ণ পোষ্টটি ভালভাবে আগে পড়ুন তারপর কাজটি করুন | আপনাদের বুঝানোর জন্য আমি স্কীনসর্ট ব্যাবহার করেছি ।

প্রথমে আমরা ডেমো দেখে নিই 

ডেমো লিঙ্কঃ লাইভ ডেমো দেখতে ক্লিক করুন এখানে 

 

এটি করতে হলে আপনাকে কোন কোডিং জানতে হবে না। শুধু মাত্র কোডটি নিয়ে বসিয়ে দিলেই হবে।

 

কাজ করবেন যেভাবেঃ 

প্রথমত আপনি আপনার সাইটে এর ড্যাশবোর্ড এ যান ।

অথবা সরাসরি যেতে চাইলে (  your site dommain /wp-admin/index.php ) এ তে যান ( না বুঝলে স্কীনসর্ট দেখুন )

 

তারপর সেখান থেকে  Appearance এ যান।

অথবা সরাসরি যেতে চাইলে (  your site dommain /wp-admin/themes.php ) এ তে যান  ( না বুঝলে স্কীনসর্ট দেখুন )

তারপর সেখান থেকে Editor  এ যান।

অথবা সরাসরি যেতে চাইলে (  your site dommain /wp-admin/theme-editor.php ) এ তে যান ( না বুঝলে স্কীনসর্ট দেখুন )

এখন ডান সাইটে দেখুন index.php নামে একটা ফাইল আছে সেখানে যান । ( না বুঝলে স্কীনসর্ট দেখুন )

বিঃদ্রঃ আপনি এই কোডটি যেখানে খুশি সেখানে বসাতে পারবেন । আমি আপনাদের বুঝানোর জন্য index.php এই খানে বসিয়ে দেখলাম । উধহারণ আপনি এই টাইম আর ডেট আপনার সাইট এর সকল পেজের উপরে দেখাতে চান তাহলে আপনি এই কোডটিকে header.php অথবা footer.php তে বসাতে পারবেন এটা আপনার ইচ্ছা

কোডঃ কোডটি যদি নিচে শো না করে তাহলে কষ্ট করে এই লিংক এ গিয়ে কোডঅটি কপি করে নিন।

বিঃদ্রঃ উপরের কোডটি থেকে আপনি নিচের ছবির কোড দুইটি কেটে দিয়ে কোডটি বসিয়ে দিন

এখন আপনি কোডটি নিচের স্কীনসর্ট এর মত বসিয়ে দিন।

 

এখন Update File এ ক্লিক করুন ।

ব্যাস আপনার কাজ শেষ। ইয়াহু

পূর্বে প্রকাশিতঃ 24WorldTips.Ml এই সাইট এ

http://24worldtips.ml

17 thoughts on "এখন আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ TIME & DATE ZONE বসিয়ে নিন"

  1. JIHAD KHAN ✅ Author Post Creator says:
    এই নিয়ে চারবার পোষ্ট করলাম তাও কোন ভাবে কোডটাকে এই সাইট এ শো করাতে পারলাম না, তাই কষ্ট করে আপনাকে আমার সাইট থেকে কোডটি নিচে হবে ।
    কোড লিংকঃ ক্লিক করুন এখানে
    1. Sabbir Hossain Author says:
      কেউ 24worldtips.ml এর থিমটা দিতে পারবেন।
  2. Masum Billah Contributor says:
    Sshot Show krse na
    1. JIHAD KHAN ✅ Author Post Creator says:
      ব্রাউজার চেঞ্জ করে ট্রায় করুন।
    1. JIHAD KHAN ✅ Author Post Creator says:
      ধন্যবাদ
  3. Jisan Contributor says:
    ছবিসহ পোস্টের নিচে এড দিছেন কেন?
    তাড়াতাড়ি ছবিডহ এডটা কাটুন।
    আর না হলে ভাইয়া রিপোর্ট করতে বাধ্য হবো।
    1. JIHAD KHAN ✅ Author Post Creator says:
      ট্রিকবিডিতে ইডেট অপশন নাই
    2. Jisan Contributor says:
      প্রোফাইল পিকে দেখা যাচ্ছে চশমা লাগানো। চশমা লাগিয়েও দেখেন না ইডিট অপশন আছে না নাই?
    3. JIHAD KHAN ✅ Author Post Creator says:
      দয়া করে আপনি পিসি ভার্শন টা একটু চেক করে তারপর কথা বলুন।
      আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ।
    4. Jisan Contributor says:
      আমি তো আর জানতাম না আপনি পিসি ইউসার
    5. JIHAD KHAN ✅ Author Post Creator says:
      বড় ভাইয়া আপনার পোষ্ট এর ফুটার গুলা নিচে ওই গুলা কি?
    6. Jisan Contributor says:
      হেলো, আমার বড় ভাই!!!
      আমার পোস্টগুলোর নিচে সাইট লিংক দেই। ট্রিকবিডির নিয়মে বলা আছে লিংক দেয়া যাবে। বাট ছবিসহ এসব এড না। তাহলে ভাবুন, আপনি তো ছবিসহ এড দিছেন।
  4. Jisan Contributor says:
    ছবিসহ পোস্টের নিচে এড দিছেন কেন?
    তাড়াতাড়ি ছবিসহ এডটা কাটুন।
    আর না হলে ভাইয়া রিপোর্ট করতে বাধ্য হবো।
  5. Silentkiller Author says:
    ভাই, এই পোস্ট আমি আপনার আগে করছি। কিন্তু Author নয় বলে পোস্ট করি পোস্ট পাবলিশ হয় নি। আমার পোস্ট কোড শো করে এবং এর সাথে css দিসি তাও শো করে। Admin ভালো Post করে যারা তাদের Author বানাই না।
    1. JIHAD KHAN ✅ Author Post Creator says:
      ভাই আপনি বলতে চাচ্ছেন পোষ্ট এটা ভাল না? এত কষ্ট করে স্কীনসর্ট দিয়ে লিখে পোষ্ট করা যদি ভাল না হয়? তাহলে আর বলার কিছু নাই। আপনার পোষ্ট যদি এতই ভাল হয় টেইনার রিকুয়েস্ট দেন, সাপোর্ট টিম আপনার পোষ্ট রিভিউ করুক। আর এই কোড এর জন্য কোন প্রকার css দরকার নাই,
    2. Silentkiller Author says:
      দেখেন আমি পোস্ট করছি css. সব কোড কমেন্ট এ দিসি।

Leave a Reply